নবগঠিত এডিনবরার নর্দান আসনের জন্য আসন্ন স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন এমএসপি ফয়ছল চৌধুরী। দীর্ঘদিন ধরে সমতা আন্দোলনে যুক্ত এই বাংলাদেশি বংশোদ্ভূত স্কটিশ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি প্রতিটি সম্প্রদায়, প্রতিটি রাস্তা ও প্রতিটি বাসিন্দার জন্য শক্তিশালী কণ্ঠস্বর হয়ে কাজ করবেন ।
ফয়ছল চৌধুরী ৩৫ বছর ধরে এডিনবরায় বসবাস করছেন। তিনি ড্রামন্ড হাই স্কুলে পড়াশোনা করেছেন এবং কৈশোর থেকেই স্থানীয় কমিউনিটিতে সক্রিয়ভাবে যুক্ত আছেন। ২০২১ সালে স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি বৈষম্য দূরীকরণ, জনসেবা রক্ষা এবং অবহেলিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরার জন্য কাজ করছেন। তার অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কমিউনিটি নিরাপত্তা।
মনোনয়ন পাওয়ার পর এক বিবৃতিতে ফয়ছল চৌধুরী বলেন, “এই আসনের জন্য লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আমি গর্বিত। এডিনবরার নর্দান আমার বাড়ি। আমি আমাদের পাড়ার শক্তি জানি, তবে একই সঙ্গে মানুষ কী ধরনের বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, আবাসন সংকট থেকে শুরু করে জনসেবায় কাটছাঁট পর্যন্ত—সেটিও জানি। আমি দৃঢ়প্রতিজ্ঞ যে আমাদের কমিউনিটির জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনব।”
তিনি আরও বলেন, “আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই লেবার পার্টির সদস্যদের, CWU, ASLEF, কো-অপারেটিভ পার্টি এবং সকলকে, যারা আমার প্রতি আস্থা রেখেছেন ও সমর্থন করেছেন। আমি তাদের জন্য শক্তিশালী কণ্ঠস্বর হতে এবং এডিনবরার নর্দান আসনে জয়লাভ করতে নিরলসভাবে কাজ করব।”
সাম্প্রতিক সীমা পরিবর্তনের পর এডিনবরার নর্দান আসনে এবারই প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে ফয়ছল চৌধুরী বলেন, “এটি বাসিন্দাদের সঙ্গে তাদের এমএসপির মধ্যে একটি শক্তিশালী ও সরাসরি সম্পর্ক গড়ে তোলার নতুন সুযোগ।”
ফয়ছল চৌধুরীর মতে, এডিনবরার নর্দান একটি অত্যন্ত বৈচিত্র্যময় এলাকা, যেখানে বিভিন্ন সম্প্রদায়, শহরের জন্য অসামান্য অবদান রাখে। তবে জীবনযাত্রার ব্যয় সংকট, জনসেবার ওপর চাপ এবং বৈষম্যের কারণে অনেকেই পিছিয়ে পড়ছেন। এ প্রেক্ষাপটে তিনি আবাসনে বিনিয়োগ, ন্যায্য মজুরি ও স্থানীয় ব্যবসার উন্নয়নের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তার প্রচারণার মূল বার্তা হলো : সহজপ্রাপ্যতা ও কর্মমুখী। ফয়ছল চৌধুরী বলেন, “ আমার দরজা বাসিন্দাদের জন্য সর্বদা খোলা থাকবে। রাজনীতি মানুষের মধ্যে ঐক্য আনবে, বিভাজন নয়; এবং আমরা একসঙ্গে একটি ন্যায্য, শক্তিশালী এডিনবরার নর্দান গড়ে তুলব।”
Leave a comment