Home বিনোদন ঘুম হারিয়ে গেছে ‘সাইয়ারা’ অভিনেত্রীর
বিনোদন

ঘুম হারিয়ে গেছে ‘সাইয়ারা’ অভিনেত্রীর

Share
Share

বলিউডের পর্দায় নতুন আলো ছড়ালেন আহান পান্ডে ও অনীত পড্ডা। মোহিত সুরির পরিচালনায় সদ্য মুক্তি পাওয়া মিউজিক্যাল রোমান্টিক ছবি সাইয়ারা-তে প্রথমবার জুটি বাঁধেন এই দুই নবাগত। মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা, ভালোবাসা আর বক্স অফিস সাফল্য একসঙ্গে এসে তাঁদের জীবনে উৎসবের রং ছড়িয়ে দিয়েছে। তবে আহান পান্ডের মুখে উচ্ছ্বাস থাকলেও ২২ বছরের অনীতের মনে জন্ম নিয়েছে এক অজানা ভয়, যা তিনি নিজেই প্রকাশ করেছেন।

শৈশব থেকেই নাচ, গান ও নাটকে অনীতের আগ্রহ। পড়াশোনার পাশাপাশি বিজ্ঞাপন ও মঞ্চনাটকে কাজ শুরু করেন, পরে জনপ্রিয় ব্র্যান্ডের মডেল হিসেবে নজর কাড়েন। কৈশোরে একাধিক মিউজিক ভিডিওতেও অভিনয় করেন। অভিনেত্রী ছাড়াও তিনি গায়িকা ও সুরকার হিসেবে বলিউডে পরিচিত। বড় পর্দায় প্রথম অভিনয় ছিল সেলাম ভেঙ্কি-তে, যেখানে কাজলের সঙ্গে অভিনয় করে নজর কাড়েন। এরপর ওয়েব সিরিজ বিগ গার্লস ডোন’t ক্রাই-তে তাঁর অভিনয় প্রশংসিত হয়, এবং এই সিরিজের ‘মাসুম’ গানটি তিনি লিখে ও গেয়ে শোনান। সাইয়ারা তাঁর প্রথম নায়িকা হিসেবে কাজ, আর সেটি মুক্তির পরপরই তাঁকে রাতারাতি আলোচনায় নিয়ে এসেছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে সাইয়ারা-র কিছু স্থিরচিত্র শেয়ার করে অনীত দীর্ঘ আবেগঘন নোট লিখেছেন। সেখানে তিনি লিখেছেন, “আমার ঘুম হারিয়ে গেছে। আপনাদের সবাইকে ভালোবাসি, যদিও ব্যক্তিগতভাবে চিনি না। এই উজাড় ভালোবাসা আমার মাথায় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বুঝে উঠতে পারছি না, কীভাবে তা ফিরিয়ে দেব। সামনে কী হবে ভেবে ভয় পাচ্ছি, আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব তো?”

তিনি আরও যোগ করেন, “আমার যা কিছু আছে, ক্ষুদ্রতম অংশটুকুও আপনাদের জন্য উৎসর্গ করতে চাই। যদি তা আপনাদের হাসায়, কাঁদায় বা কোনো স্মৃতি মনে করিয়ে দেয়, তাহলেই যথেষ্ট। হয়তো সে কারণেই আমি এখানে আছি। আমি নিজেকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। নিখুঁত নই, তবে যা কিছু আছে, তার সবটুকু দিয়েই আপনাদের ভালোবাসব।” তাঁর এই খোলামেলা স্বীকারোক্তি ও আবেগময় পোস্ট নেটিজেনদের মন ছুঁয়েছে। কেউ তাঁকে সাহস যুগিয়েছেন, কেউ লিখেছেন, “আপনার অনুভূতি প্রকাশ সত্যিই অনন্য।”

আগামীতে অনীতকে দেখা যাবে ওয়েব সিরিজ ন্যায়-এ, যেখানে তাঁর সহশিল্পী ফাতিমা সানা শেখ। ‘সাইয়ারা’-র সাফল্যের পর এই নতুন কাজ হয়তো তাঁর জন্য আরেকটি প্রমাণের সুযোগ হয়ে উঠবে, আর দর্শকদের কাছে অপেক্ষার নতুন কারণ। অমৃতসরে ২০০২ সালের ১৪ অক্টোবর জন্ম নেওয়া অনীত পড্ডা অল্প বয়সেই বলিউডে নিজের জায়গা পাকা করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এই তরুণী সহজাত সৌন্দর্য, ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্ব দিয়ে ইতিমধ্যেই তরুণদের ফ্যাশন আইকনে পরিণত হয়েছেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মৌলভীবাজারে বড় ভাইকে কুপিয়ে হত্যার দায় স্বীকার ছোট ভাইয়ের

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বড় ভাই আব্দুর রহিম রাফি (৩২) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন তার ছোট ভাই আব্দুল করিম...

১৬২ দিনে কোরআনে হাফেজ হলেন চাঁদপুরের সাব্বির

চাঁদপুরের কচুয়া উপজেলার মাদ্রাসা-ই শাজুলিয়ার ছাত্র মো. সাব্বির হোসেন ১৪ বছর বয়সে, মাত্র ১৬২ দিনে সম্পূর্ণ পবিত্র কোরআন মুখস্ত করে হাফেজ হওয়ার গৌরব...

Related Articles

“আমি ভবের পাগল নই, ভাবের পাগল” — সমু চৌধুরীর খোলামেলা স্বীকারোক্তি

ছোট ও বড় পর্দার পরিচিত মুখ সমু চৌধুরী সম্প্রতি একটি ব্যতিক্রমী ঘটনার...

মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি

ভারতীয় বাংলা টিভি সিরিয়াল ও সিনেমার জনপ্রিয় মুখ বাসন্তী চ্যাটার্জি আর নেই।...

স্ত্রীকে নিয়ে কটাক্ষে ক্ষুব্ধ আবির চট্টোপাধ্যায়, ট্রোলারদের উপেক্ষার আহ্বান

টলিউডের জনপ্রিয় নায়ক ও দর্শকের প্রিয় মুখ আবির চট্টোপাধ্যায় সম্প্রতি স্ত্রী নন্দিনী...

শেষ জীবনে সন্তানেরাও ছেড়ে চলে যান আলোচিত এই নায়িকার

রাজ কাপুরের ক্যামেরা থেকে যশ চোপড়ার স্বপ্নিল ফ্রেম—বলিউডের এক সোনালি যুগে অচলা...