বলিউডের পর্দায় নতুন আলো ছড়ালেন আহান পান্ডে ও অনীত পড্ডা। মোহিত সুরির পরিচালনায় সদ্য মুক্তি পাওয়া মিউজিক্যাল রোমান্টিক ছবি সাইয়ারা-তে প্রথমবার জুটি বাঁধেন এই দুই নবাগত। মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা, ভালোবাসা আর বক্স অফিস সাফল্য একসঙ্গে এসে তাঁদের জীবনে উৎসবের রং ছড়িয়ে দিয়েছে। তবে আহান পান্ডের মুখে উচ্ছ্বাস থাকলেও ২২ বছরের অনীতের মনে জন্ম নিয়েছে এক অজানা ভয়, যা তিনি নিজেই প্রকাশ করেছেন।
শৈশব থেকেই নাচ, গান ও নাটকে অনীতের আগ্রহ। পড়াশোনার পাশাপাশি বিজ্ঞাপন ও মঞ্চনাটকে কাজ শুরু করেন, পরে জনপ্রিয় ব্র্যান্ডের মডেল হিসেবে নজর কাড়েন। কৈশোরে একাধিক মিউজিক ভিডিওতেও অভিনয় করেন। অভিনেত্রী ছাড়াও তিনি গায়িকা ও সুরকার হিসেবে বলিউডে পরিচিত। বড় পর্দায় প্রথম অভিনয় ছিল সেলাম ভেঙ্কি-তে, যেখানে কাজলের সঙ্গে অভিনয় করে নজর কাড়েন। এরপর ওয়েব সিরিজ বিগ গার্লস ডোন’t ক্রাই-তে তাঁর অভিনয় প্রশংসিত হয়, এবং এই সিরিজের ‘মাসুম’ গানটি তিনি লিখে ও গেয়ে শোনান। সাইয়ারা তাঁর প্রথম নায়িকা হিসেবে কাজ, আর সেটি মুক্তির পরপরই তাঁকে রাতারাতি আলোচনায় নিয়ে এসেছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে সাইয়ারা-র কিছু স্থিরচিত্র শেয়ার করে অনীত দীর্ঘ আবেগঘন নোট লিখেছেন। সেখানে তিনি লিখেছেন, “আমার ঘুম হারিয়ে গেছে। আপনাদের সবাইকে ভালোবাসি, যদিও ব্যক্তিগতভাবে চিনি না। এই উজাড় ভালোবাসা আমার মাথায় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বুঝে উঠতে পারছি না, কীভাবে তা ফিরিয়ে দেব। সামনে কী হবে ভেবে ভয় পাচ্ছি, আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব তো?”
তিনি আরও যোগ করেন, “আমার যা কিছু আছে, ক্ষুদ্রতম অংশটুকুও আপনাদের জন্য উৎসর্গ করতে চাই। যদি তা আপনাদের হাসায়, কাঁদায় বা কোনো স্মৃতি মনে করিয়ে দেয়, তাহলেই যথেষ্ট। হয়তো সে কারণেই আমি এখানে আছি। আমি নিজেকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। নিখুঁত নই, তবে যা কিছু আছে, তার সবটুকু দিয়েই আপনাদের ভালোবাসব।” তাঁর এই খোলামেলা স্বীকারোক্তি ও আবেগময় পোস্ট নেটিজেনদের মন ছুঁয়েছে। কেউ তাঁকে সাহস যুগিয়েছেন, কেউ লিখেছেন, “আপনার অনুভূতি প্রকাশ সত্যিই অনন্য।”
আগামীতে অনীতকে দেখা যাবে ওয়েব সিরিজ ন্যায়-এ, যেখানে তাঁর সহশিল্পী ফাতিমা সানা শেখ। ‘সাইয়ারা’-র সাফল্যের পর এই নতুন কাজ হয়তো তাঁর জন্য আরেকটি প্রমাণের সুযোগ হয়ে উঠবে, আর দর্শকদের কাছে অপেক্ষার নতুন কারণ। অমৃতসরে ২০০২ সালের ১৪ অক্টোবর জন্ম নেওয়া অনীত পড্ডা অল্প বয়সেই বলিউডে নিজের জায়গা পাকা করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এই তরুণী সহজাত সৌন্দর্য, ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্ব দিয়ে ইতিমধ্যেই তরুণদের ফ্যাশন আইকনে পরিণত হয়েছেন।
Leave a comment