ঢাকার বনানীতে একটি শিসা বারের সিঁড়িতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ৩১ বছর বয়সী রাহাত হোসেন রাব্বি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের শিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, মোহাখালীতে বসবাসকারী রাব্বি ও হামলাকারীরা একে অপরকে চিনতেন। তাঁরা প্রায়ই এই শিসা বারে যেতেন। ঘটনার দিন বারের ভেতর থেকে নামার সময় চার-পাঁচজনের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাব্বিকে বাম উরুতে তিনবার ও ডান হাতে একবার ছুরিকাঘাত করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিনজন তাঁকে ঘিরে ফেলে এবং এদের মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর আরেক হামলাকারী একটি বস্তু দিয়ে তাঁকে আঘাত করে। রাব্বি পেছনের দিকে এলিভেটরের দিকে সরে গেলে এক হামলাকারী তাঁর দিকে কিছু নিক্ষেপ করে। সর্বশেষ আরেকজন এগিয়ে এসে তাঁর ডান কনুইয়ের কাছে ছুরিকাঘাত করে নিচে নেমে যায়।
এখনও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত ও আটক করার চেষ্টা চালাচ্ছে। রাব্বির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং শিসা বারগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
Leave a comment