ভারতের কেরালার ত্রিশূর জেলায় হৃদয়স্পর্শী এক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মহিলা পুলিশ স্টেশনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অপর্ণা লাভকুমার এক অ্যাম্বুলেন্সের সামনে দৌড়ে পথ পরিষ্কার করছেন। দুপুর দেড়টার দিকে আশ্বিনী জংশনে ভারী যানজটের কারণে অ্যাম্বুলেন্সটি আটকে পড়লে তিনি দ্রুত এগিয়ে যান, চারপাশের গাড়িগুলোকে সরিয়ে দেন এবং গুরুতর অসুস্থ রোগীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি যেন সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারে তা নিশ্চিত করেন। পরে কেরালা পুলিশ তাদের সামাজিক মাধ্যমের পেজে ভিডিওটি শেয়ার করে তাঁর দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা জানায়।
অপর্ণা লাভকুমার আগে থেকেও মানবিক কাজের জন্য আলোচিত। এর আগে তিনি শোকাহত এক পরিবারকে প্রিয়জনের মরদেহ আনার খরচ জোগাতে নিজের স্বর্ণের বালা বন্ধক রেখেছিলেন। এছাড়া তিনি ক্যানসার রোগীদের জন্য উইগ তৈরির উদ্দেশ্যে নিজের চুল দান করেছেন। তাঁর মতে, দায়িত্ব পালনের পাশাপাশি সহমর্মিতা ও মানবিকতা সমান গুরুত্বপূর্ণ।
দেশজুড়ে নানা শ্রেণির মানুষ তাঁর নিঃস্বার্থতা ও সাহসিকতার প্রশংসা করছেন। অনেকে তাঁকে প্রকৃত রোল মডেল হিসেবে আখ্যা দিয়েছেন এবং জনসেবার সঠিক উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, ছোট ছোট মানবিক কাজ মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে, আর প্রকৃত নায়করা অনেক সময় নিঃশব্দে সমাজকে আরও সুন্দর করে তোলেন।
Leave a comment