Home জাতীয় অপরাধ ভারতে দুই শতাধিক পুরুষের নির্মম যৌন নির্যাতনের শিকার বাংলাদেশি এক শিশু! 
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

ভারতে দুই শতাধিক পুরুষের নির্মম যৌন নির্যাতনের শিকার বাংলাদেশি এক শিশু! 

Share
Share

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলায় ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশি এক কিশোরী। মাত্র ১২ বছর বয়সী ওই শিশুটি অভিযোগ করেছে, বাবা-মায়ের ওপর অভিমান করে ভারতে পালিয়ে যাওয়ার পর মানবপাচারকারীদের হাতে পড়ে সে পতিতাবৃত্তিতে বাধ্য হয়। তিন মাসে দুই শতাধিক পুরুষ তার ওপর যৌন নির্যাতন চালায়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এর সোমবার (১১ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৬ জুলাই এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন ও হারমনি ফাউন্ডেশন-এর সহায়তায় মীরা-ভায়ন্দর ভাসাই-ভিরার (এমবিভিভি) পুলিশের মানবপাচারবিরোধী ইউনিট এক অভিযানে ভাসাই শহরের নাইগাঁও এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি আব্রাহাম মাথাই জানান, শিশুটিকে প্রথমে গুজরাটের নাদিয়াদে নিয়ে যাওয়া হয়, যেখানে তিন মাস ধরে ২০০ জনেরও বেশি পুরুষ তার ওপর যৌন নির্যাতন চালায়। তিনি বলেন, “মেয়েটি কৈশোরে পা রাখেনি, অথচ তার শৈশব কেড়ে নিয়েছে এই নির্মম অপরাধীরা।”

শিশুটি পুলিশকে জানিয়েছে, স্কুলে একটি বিষয়ে ফেল করার পর বাবা-মায়ের বকুনি এড়াতে তার পরিচিত এক নারীর সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে যায়। কিন্তু ওই নারী তাকে পতিতাবৃত্তির চক্রে বিক্রি করে দেয়।

মাথাই জানান, শিশুটি যাদের নাম বলতে পারবে, তাদের সবাইকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “এ ধরনের অপরাধীরা সমাজে থাকার অধিকার রাখে না।”
এমবিভিভি পুলিশের কমিশনার নিকেত কৌশিক বলেন, পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। “আমরা কেবল অভিযুক্তদের গ্রেপ্তার করাই নয়, বরং এমন একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই যেখানে কোনো কিশোর-কিশোরী এ ধরনের ঝুঁকিতে পড়বে না” ।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে শিশু ও নারীদের পাচারের ঘটনা দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে চলমান। অর্থনৈতিক অসচ্ছলতা, সামাজিক অসচেতনতা এবং সীমান্তের দুর্বল নজরদারি এসব অপরাধকে আরও সহজ করে তুলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন

ঢাকা মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত পথচারী আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোরেলে চাকরি পাচ্ছেন। নিহতের পরিবারকে সহায়তার অংশ হিসেবে এই...

ক্যারিবিয়ানে ঘূর্ণিঝড় মেলিসার প্রভাব,৩০ জনের মৃত্যু

ক্যারিবিয়ান অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় ‘মেলিসা’র প্রভাবে কমপক্ষে ৩০ জন নিহত এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। জ্যামাইকা ও হাইতিতে ব্যাপক বন্যা ও জলোচ্ছ্বাসের...

Related Articles

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের ‘হযরত আলীর মাজার’

আফগানিস্তানের ঐতিহাসিক মাজার-ই-শরীফের নীল মসজিদ ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়ভাবে ‘হযরত আলীর...

ঢাকায় হোটেল থেকে উদ্ধার সিলেটের নিখোঁজ চার শিশু

সিলেট থেকে ছয় দিন আগে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানী ঢাকার শাহজাহানপুর...

শাহরুখের ‘কিং’ সিনেমায় তারকাদের মেলা

বলিউডের বাদশাহ যখন নতুন সিনেমার ঘোষণা দেন, তখন সেটি আর শুধুমাত্র খবর...

বান্দরবানে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল ফজিলাতুননেসার

পরিবার নিয়ে পাহাড় দেখতে যাচ্ছিলেন তারা—কিন্তু আনন্দযাত্রা পরিণত হলো শোকে। চট্টগ্রামের পটিয়ায়...