রাজধানীর মিরপুরে দ্রুতগামী একটি পিকআপভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ইমন মোল্লা (২৬)। তিনি মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ আলী মোল্লার ছেলে।
রোববার (১০ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে মিরপুর ১২ নম্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই সুমন মোল্লা জানান, রাতের বেলা ইমন মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। পরে মিরপুর ১২ নম্বর এলাকায় একটি দ্রুতগামী পিকআপভ্যান তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে পল্লবী থানা পুলিশকে অবগত করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় রাতের বেলায় দ্রুতগামী পিকআপভ্যান ও ট্রাক চলাচল বেড়ে যায়, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তারা সড়কে নজরদারি বাড়ানো এবং গতিসীমা নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পিকআপভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
রাজধানীতে সড়ক দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে, বিশেষত রাতের বেলায়। বিশেষজ্ঞরা বলছেন, চালকের বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য এবং নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকার কারণে এমন দুর্ঘটনা ঘটছে।
Leave a comment