Home আন্তর্জাতিক বিহারে এক বছর বয়সী শিশুর কামড়ে গোখরা সাপের মৃত্যু
আন্তর্জাতিক

বিহারে এক বছর বয়সী শিশুর কামড়ে গোখরা সাপের মৃত্যু

Share
Share

বর্ষায় সাপের কামড়ে মানুষ মারা যাওয়া এটি নতুন কোন বিষয় নয়। কিন্তু এবার ঘটেছে ঠিক উল্টো ঘটনা—ভারতের বিহার রাজ্যে মাত্র এক বছর বয়সী একটি শিশুর কামড়ে বিষধর গোখরা সাপের মৃত্যু হয়েছে! অবিশ্বাস্য শোনালেও ঘটনা সত্যি।

বিহারের পশ্চিম চম্পারন জেলার একটি ছোট গ্রাম মোহছি বনকাটোয়া-তে ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) গ্রামেরই বাসিন্দা সুনীল সাহ-এর একমাত্র ছেলে, এক বছরের গোবিন্দ, খেলার সময় একটি গোখরা সাপকে (স্থানীয়ভাবে যাকে বলা হয় “গেহুঁওন সাপ”) কামড়ে দেয় এবং ঘটনাস্থলেই সাপটি মারা যায়।

ঘটনার বিবরণ দিতে গিয়ে শিশুটির নানি মতিসারি দেবী জানান, “ওর মা ঘরের পেছনে চুলার কাঠ গুছাচ্ছিলো। গোবিন্দ কাছেই খেলছিল। হঠাৎ একটা সাপ বের হয়ে আসে, আর ও সেটা ধরে মুখে এক কামড় বসিয়ে দেয়। আমরা খেয়াল করার পর বুঝি, ওটা একটা গোখরা সাপ।”

সাপটিকে কামড় দেওয়ার পর কিছু সময়ের জন্য গোবিন্দ অজ্ঞান হয়ে পড়ে । পরে দ্রুত স্থানীয় মঞ্ঝোলিয়া স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয় তাকে, সেখান থেকে বেতিয়া জেলা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসায় সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

শিশু রোগ বিশেষজ্ঞ ডা. কুমার সৌরভ জানান, “গোবিন্দকে যখন ভর্তি করা হয়, তখন তার মুখে ও আশপাশে সামান্য ফোলা ছিল। পরিবারের লোকজন বলেন, সে সাপের মুখে কামড় দেয় এবং সম্ভবত কিছু অংশ খেয়েও ফেলে।”
তিনি বলেন, “সাপ যখন কামড়ায়, তখন বিষ রক্তপ্রবাহে গিয়ে স্নায়ুতন্ত্রে আঘাত করে, যেটা প্রাণঘাতী হতে পারে। কিন্তু মানুষ যদি সাপকে কামড়ায়, তাহলে সেই বিষ মুখ দিয়ে হজমতন্ত্রে যায়, যেখানে অনেক সময় শরীর বিষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে।”

তবে তিনি সতর্ক করে বলেন, “যদি কামড়ানো ব্যক্তির মুখে বা খাদ্যনালিতে কোনো ক্ষত থাকে, তাহলে বিষ রক্তে মিশে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করে।”

স্থানীয় সাংবাদিক নেয়াজ বলেন, “শিশুটি এখন সুস্থ এবং শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরেছে। গ্রামজুড়ে ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রাবণ মাসে সাপ বের হওয়া স্বাভাবিক, তবে এই এলাকায় এমন ঘটনা আগে কখনও ঘটেনি।”
সূত্র: বিবিসি বাংলা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কিশোরগঞ্জে জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ কৃষকের

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে দুই কৃষকের। উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।...

ব্রিজে বাল্কহেডের ধাক্কা, চালকের মাথা বিচ্ছিন্ন

পটুয়াখালীর বাউফলে ব্রিজের নীচ দিয়ে বাল্কহেড নিয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে চালকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ৩টার...

Related Articles

ভারতে বাংলাভাষীদের ওপর হেনস্তা প্রসঙ্গে সরব অমর্ত্য সেন

ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্তার অভিযোগ নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ...

অপুষ্টি-দুর্ভিক্ষে মৃতপ্রায় গাজার শিশুরা

গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে পাঁচ দিন কাটিয়ে ফিরে সাংবাদিকেরা যা...

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। এর আগে ফ্রান্স...

ভারতের ওপর ২৫% শুল্ক আরোপ ট্রাম্পের, ‘নরম সুরে’ প্রতিক্রিয়া জানালেন নয়াদিল্লি

বুধবার (৩০ জুলাই) ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন...