Home জাতীয় জুলাই শহীদদের স্বপ্ন-পূরণে ৮০৪টি ফ্ল্যাট
জাতীয়

জুলাই শহীদদের স্বপ্ন-পূরণে ৮০৪টি ফ্ল্যাট

Share
Share

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক ৭৬১ কোটি টাকার একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হচ্ছে। রাজধানীর মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে সম্পূর্ণ বিনা মূল্যে বিতরণের জন্য মোট ৮০৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে এই প্রকল্পের আওতায়, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করবে। পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনের সরকারি জমিতে ৬টি ১৪ তলা এবং ১০টি ১০ তলা ভবন নির্মাণ করে এই ফ্ল্যাটগুলো তৈরি করা হবে। আজ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় এই প্রকল্পটিসহ মোট ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য তোলা হবে।

জানা গেছে, আজকের একনেক সভায় উত্থাপিত হতে যাওয়া ১৩টি প্রকল্পে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯১০ কোটি টাকা, যার সিংহভাগ অর্থাৎ ৮ হাজার ৮২০ কোটি টাকা আসবে সরকারি অর্থায়ন থেকে। আলোচিত আবাসন প্রকল্পটি ছাড়াও আজকের একনেকের কার্য তালিকায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন ও সংশোধিত প্রকল্প। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ, দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি নতুন ফায়ার স্টেশন স্থাপন, বাংলাদেশ কোস্টগার্ডের জন্য লজিস্টিকস সুবিধা গড়ে তোলা, বহদ্দারহাট থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শিক্ষার্থীদের ব্যালট বিপ্লবে চাঁদাবাজদের শোচনীয় পরাজয়: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ আর পুরোনো শাসনব্যবস্থায় ফিরতে চায় না। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা...

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া ভবনগুলোতে তল্লাশি চালিয়ে নতুন করে মরদেহ...

Related Articles

হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

খুলনার কয়রা উপজেলায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও শিকারের...

বান্দরবানের লামায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে থানায় সোপর্দ

বান্দরবানের লামা উপজেলায় ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাবেদ (১৮) নামের এক...

টাঙ্গাইল যৌনপল্লী থেকে যুবলীগ নেতা শাহ জনি গ্রেফতার

টাঙ্গাইলের যৌনপল্লী এলাকা থেকে শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ জনিকে গ্রেফতার করেছে...