Home রাজনীতি মুজিববাদের কবল থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে রক্ষা করতে হবে: নাহিদ
রাজনীতি

মুজিববাদের কবল থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে রক্ষা করতে হবে: নাহিদ

Share
Share

‘মুজিববাদ’কে একদলীয় শাসন, লুটপাট, দুর্নীতি এবং ভারতপন্থী রাজনীতির সমার্থক আখ্যা দিয়ে এর হাত থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত আদর্শকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “মুজিববাদ মানে একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলামবিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশ ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। ফলে মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে আমাদের রক্ষা করতে হবে।”

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মুজিববাদ নানা ছলে-বলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না। এদের বিরুদ্ধে সামাজিক-সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

এর আগে, নাহিদ ইসলাম ও দলের কেন্দ্রীয় নেতারা গত বছরের জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা সহকারে আলফাত স্কয়ারের পথসভায় যোগ দেন।

নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছেন।” এই ফিটনেসবিহীন রাষ্ট্রকে মেরামত করতেই এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।”

এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় সভায় দলটির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা) বলেন, গত জুলাইয়ে সারাদেশের মতো সুনামগঞ্জের মানুষও দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে নেমেছিল, কিন্তু তা এখনও বন্ধ হয়নি। তিনি শিক্ষা ও চিকিৎসাসহ সকল ক্ষেত্রে সুনামগঞ্জের মানুষ বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে এর অবসানে এনসিপির পাশে থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক এবং যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। বক্তারা এনসিপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংঘবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাশিয়ায় বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজের সবাই নিহত

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলের প্রত্যন্ত তুনদা এলাকায় আজ এক ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। আনুমানিক অর্ধশত আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে...

অধিকৃত পশ্চিম তীর-জর্ডান উপত্যকা সংযুক্তিতে ইসরায়েলে প্রস্তাব পাস

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীর ও জর্ডান উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার একটি প্রস্তাব গতকাল পাস হয়েছে। এতে করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচ্যসূচিতে...

Related Articles

আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন সজীব ওয়াজেদ জয়

কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং নেতৃত্ব সংকটে নিমজ্জিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে...

ইসলামী রাষ্ট্রে চাঁদাবাজদের ভয় থাকা স্বাভাবিক: জামায়াত আমির

ইসলামী রাষ্ট্র গঠিত হলে সমাজে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, ধর্ষক, খুনি ও...

ইসলামপন্থীদের উত্থান বিএনপি’র জন্য উদ্বেগজনক: মির্জা ফখরুল

স্বৈরাচারী সরকারের পতনের এক বছর পূর্তিতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার বিতর্ক,...

নতুন সংবিধান ও বাংলাদেশ গড়ার শপথে এনসিপি সিলেটে

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে সিলেটে আজ শক্তিশালী অবস্থান জানাল জাতীয়...