কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয়ে ব্যানারে নেতার ছবি না থাকা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার কাদৈর বাজারে ইউনিয়ন বিএনপির একাংশের কার্যালয়ে সভা শুরুর আগেই প্রতিপক্ষের নেতা-কর্মীরা সেখানে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সভাস্থলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি থাকলেও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকায় প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে ব্যানার ছিঁড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে।
হামলার শিকার পক্ষটি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কাদের চৌধুরীর অনুসারী। অপরপক্ষের অভিযোগকারীরা কামরুল হুদার অনুসারী। উভয় নেতাই কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের মনোনয়নপ্রত্যাশী বলে জানা গেছে।
সভায় উপস্থিত থাকা শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব জানান, কামরুল হুদার অনুসারী আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ও সদস্যসচিব আবদুল মতিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। বাধা দিতে গেলে তাকে ও অপর নেতা বাচ্চুকে লাঞ্ছিত করা হয় বলেও দাবি করেন তিনি।
তবে অভিযুক্ত পক্ষের নেতা আবদুল মতিন এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “ওই সভার আয়োজকরা প্রকৃতপক্ষে বিএনপির কেউ নয়। আওয়ামী লীগপন্থীরা ব্যানারে জিয়াউর রহমানদের ছবি লাগিয়ে নিজেদের প্রোগ্রাম করতে চেয়েছিল। আমরা কোনো হামলা করিনি, শুধু ব্যানারটি খুলে দিয়েছি।”
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন জানান, শনিবার সকাল পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শেষ পর্যন্ত গোলাম কাদেরপন্থী নেতাকর্মীদের সভাটি পণ্ড হয়ে যায়। স্থানীয় পর্যায়ে এ ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও মনোনয়নপ্রত্যাশীদের দ্বন্দ্ব আরও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
Leave a comment