Home জাতীয় অপরাধ জয় বাংলা স্লোগানে ভিডিও, চট্টগ্রামে ১২ তরুণ আটক
অপরাধ

জয় বাংলা স্লোগানে ভিডিও, চট্টগ্রামে ১২ তরুণ আটক

Share
Share

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে ১২ তরুণকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় একটি দোকানের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। সবাই স্থানীয় বাসিন্দা—চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের। নামগুলোও জানা গেছে: ইয়াছিন আরাফাত, আবদুল করিম, আবু হাছনাইন, সাইফুল ইসলাম, আবদুর রহমান, আরাফাত হোসেন, আশরাফুল জামাল, ফোরকান, মো. ইকবাল, আশিকুল ইসলাম, শরীফুল ইসলাম ও আকিফুল ইসলাম।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই তরুণেরা রাস্তায় দাঁড়িয়ে মিছিলের আদলে ভিডিও বানাচ্ছিলেন। তাঁরা স্লোগান দিচ্ছিলেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। ঠিক সে সময় স্থানীয় কেউ বিষয়টি থানায় জানায়। পরে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ প্রথম আলোকে বলেন, ভিডিওটি বানানোর উদ্দেশ্য, কারো প্ররোচনায় তাঁরা একত্রিত হয়েছিলেন কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে নিছক কিশোরদের আবেগপ্রবণ ভিডিও বানানো বললেও, কেউ কেউ বলছেন—এভাবে রাস্তায় দাঁড়িয়ে রাজনৈতিক স্লোগান ব্যবহার করে ভিডিও বানানো উদ্দেশ্যপ্রণোদিতও হতে পারে। তবে এক্ষেত্রে এখনো পর্যন্ত তরুণদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি।

ঘটনাটি টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বক্তব্য-প্রতিরুদ্ধ’ বা ‘সতর্ক নজরদারি’র বর্তমান ধারার আলোচনায়ও যুক্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দেশবিরোধী বা উসকানিমূলক কিছু হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু বিনা কারণে কাউকে হয়রানি করা হবে না। এখন দেখার বিষয়, পুলিশের তদন্তে কী উঠে আসে এবং এই তরুণদের ভাগ্যে কী আছে—একটি সতর্কবার্তা, না কি বিচারের মুখোমুখি হওয়া।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শিক্ষার্থীদের ব্যালট বিপ্লবে চাঁদাবাজদের শোচনীয় পরাজয়: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ আর পুরোনো শাসনব্যবস্থায় ফিরতে চায় না। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা...

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া ভবনগুলোতে তল্লাশি চালিয়ে নতুন করে মরদেহ...

Related Articles

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

খুলনার কয়রা উপজেলায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও শিকারের...

বান্দরবানের লামায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে থানায় সোপর্দ

বান্দরবানের লামা উপজেলায় ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাবেদ (১৮) নামের এক...

টাঙ্গাইল যৌনপল্লী থেকে যুবলীগ নেতা শাহ জনি গ্রেফতার

টাঙ্গাইলের যৌনপল্লী এলাকা থেকে শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ জনিকে গ্রেফতার করেছে...

অবৈধ বেটিং অ্যাপ কেলেঙ্কারি: ইডির তলবের মুখে উর্বশী ও মিমি

ভারতে অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে জড়িয়ে পড়ার অভিযোগে টলিউড তারকা মিমি...