Home জাতীয় অপরাধ মিডফোর্ডে সোহাগ হত্যা: আটক আরও দুই আসামি
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মিডফোর্ডে সোহাগ হত্যা: আটক আরও দুই আসামি

Share
Share

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় পুলিশ আরো দুই আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো. পারভেজ (২৬) ও মো. জহিরুল ইসলাম (৩৮)। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় বুধবার (২৩ জুলাই) সকালে অভিযান চালিয়ে কোতোয়ালি থানার একটি চৌকস দল তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, অভিযান পরিচালনার সময় আসামিদের শনাক্ত করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা।

গত ৯ জুলাই বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে একদল দুর্বৃত্ত সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সোহাগের বড় বোন ঘটনার পরদিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে নেমে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। বুধবারের অভিযানে আরো ২ জন ধরা পড়ায় মোট গ্রেফতারের সংখ্যা ১১ জনে দাঁড়াল। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি মনিরুজ্জামান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অধিকৃত পশ্চিম তীর-জর্ডান উপত্যকা সংযুক্তিতে ইসরায়েলে প্রস্তাব পাস

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীর ও জর্ডান উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার একটি প্রস্তাব গতকাল পাস হয়েছে। এতে করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচ্যসূচিতে...

থাইল্যান্ডের এফ–১৬ হামলায় কম্বোডিয়ায় উত্তেজনা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে পুরোনো সীমান্ত দ্বন্দ্ব নতুন করে ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া সংঘাতে...

Related Articles

জুলাই শহীদদের স্বপ্ন-পূরণে ৮০৪টি ফ্ল্যাট

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তাদের জন্য স্থায়ী আবাসনের...

তাজউদ্দীনের জন্মশতবার্ষিকীতে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় ঐক্যের ডাক

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ কেবল একটি পরিবারের নন, তিনি সমগ্র রাষ্ট্রের...

গোপালগঞ্জ সহিংসতা: ৪ মামলায় অজ্ঞাতপরিচয়ে আসামি প্রায় ৬ হাজার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে গত বুধবারের সহিংসতা ও প্রাণহানির ঘটনায়...

মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে এখন কাজ করাচ্ছি: অর্থ উপদেষ্টা

দেশে প্রাতিষ্ঠানিক কাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে এবং বিদ্যমান ব্যবস্থায় লোকবলের পরিবর্তন...