রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় পুলিশ আরো দুই আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো. পারভেজ (২৬) ও মো. জহিরুল ইসলাম (৩৮)। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় বুধবার (২৩ জুলাই) সকালে অভিযান চালিয়ে কোতোয়ালি থানার একটি চৌকস দল তাদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, অভিযান পরিচালনার সময় আসামিদের শনাক্ত করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা।
গত ৯ জুলাই বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে একদল দুর্বৃত্ত সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত সোহাগের বড় বোন ঘটনার পরদিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে নেমে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। বুধবারের অভিযানে আরো ২ জন ধরা পড়ায় মোট গ্রেফতারের সংখ্যা ১১ জনে দাঁড়াল। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি মনিরুজ্জামান জানিয়েছেন।
Leave a comment