উত্তর আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশে একটি কয়লাখনিতে টানেল ধসে মৃত্যু হয়েছে অন্তত ছয় শ্রমিকের । দারা-ই-সুফ জেলার অন্যতম প্রধান কয়লা উৎপাদন কেন্দ্র শাবাশাক কয়লাখনিতে মঙ্গলবার (২২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৬০০ মিটার গভীরে গিয়ে ছয়জনের মরদেহ উদ্ধার করেন তারা । নিহতদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। উদ্ধারকাজে পেশাদার সহায়তা না থাকায় অনেকেই উদ্বিগ্ন।
একজন উদ্ধারকারী বলেন, ‘ আমরা চারজনকে মৃত অবস্থায় পেয়েছি, আর দুজনকে টেনে বের করার পর মারা যায়।’ উদ্ধার কর্মকর্তারা জানান, প্রায় ২৪ ঘণ্টা পর মরদেহগুলো উদ্ধার করা হয়। এখনও খনির ভিতরে আটকে আছেন অন্তত ১১ থেকে ১২ জন।
স্থানীয় প্রশাসক সুলতান আলী সুলতানি বলেন, ‘ উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা। ধারণা করছি আরও ১১ বা ১২ জন খনির ভেতরেই রয়ে গেছেন।’ আফগানিস্তানের খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের একটি প্রকৌশলী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে স্থানীয়দের অভিযোগ, খনির ভিতরে না গিয়ে শুধু বাইরে থেকেই পর্যবেক্ষণ করছে তারা। দলের যথেষ্ট অভিজ্ঞতা নেই অনেকে ।
Leave a comment