রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ সোমবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে একাদশ শ্রেণির শিক্ষার্থী কাব্য। দুপুর একটার দিকে ক্লাস শেষে বের হচ্ছিল সে। ঠিক তখনই বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় ভবনে। পরে জানা যায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে।
কাব্য প্রথম আলোকে জানায়, বিস্ফোরণের শব্দ শুনেই ভয়ে কাঁপছিল সবাই। ঘটনাস্থলের খুব কাছেই ছিল কলেজ ক্যানটিন এবং যে ভবনে বিমানটি পড়ে, সেখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হতো। যদিও দুপুর একটার দিকে তাঁদের ছুটি হয়ে গিয়েছিল, তখনো কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছিল। বিধ্বস্ত ভবনের দুটি তলার একটি সম্পূর্ণ ধসে পড়ে, আগুনে দগ্ধ হন অনেকেই।
আহত শিক্ষার্থীদের মধ্যে অনেককে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা বলছেন, আহতদের মধ্যে অনেকেরই শরীরের বড় অংশ পুড়ে গেছে। কাব্য জানায়, হাসপাতালে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে এবং স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলে, অন্যজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বার্ন ইউনিটে ভর্তি হওয়া দগ্ধ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে, যাঁদের অধিকাংশই শিক্ষার্থী।
সকালের স্বাভাবিক ক্লাসের মধ্যেই হঠাৎ বিস্ফোরণ, ধোঁয়া আর চিৎকারে ছেয়ে যায় স্কুল ভবন। কিছু সময়ের জন্য এলাকা রীতিমতো যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও উদ্ধারকারী দল মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তৎপরতা। এই দুর্ঘটনা মাইলস্টোন কলেজ ও এর আশপাশের শিক্ষার্থীদের মনে গভীর আতঙ্ক ও শোকের ছাপ ফেলে গেছে।
Leave a comment