মানিকগঞ্জের দৌলতপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে । এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০০ পিস ইয়াবা।
উপজেলার যুগিন্দা দক্ষিণপাড়া গ্রাম থেকে শনিবার (১৯ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দৌলতপুর উপজেলার যুগিন্দা গ্রামের নূর ইসলাম খান (৪৮), তার ছেলে আরিয়ান খান (২৬) এবং একই গ্রামের শামীম শেখ (২৬)।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন রোববার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুগিন্দা দক্ষিণপাড়া গ্রামের নূর ইসলাম খানের বাড়িতে শনিবার রাত ১১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতার করা হয় তিনজনকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০০ পিস ইয়াবা। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
Leave a comment