খুলনা নগরীর বয়রা পূজা খোলা মোড়ে অতিরিক্ত অ্যালকোহল (বাংলা মদ) পানে মৃত্যু হয়েছে ৫ জনের। শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া চারটা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের মোড়ের বাসিন্দা বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। এ ছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু গুরুতর অসুস্থ হওয়ায় খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। বয়রা ইসলামীয়া মোড়ের একটি দোকানে একসঙ্গে বসে মদ পান করেছিলেন তারা।
জানা গেছে, অসুস্থ হওয়ায় তিনজনকে হাসপাতালে আনার পর মৃত্যু হয় তাদের। এর আগে বাড়িতে বসেই মারা গেছেন দুজন। পরিবারের সদস্যরা মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছে।
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, অতিরিক্ত অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে । তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Leave a comment