Home জাতীয় নিখোঁজ অভিনেত্রী প্রসূন আজাদের বাবা
জাতীয়দুর্ঘটনা

নিখোঁজ অভিনেত্রী প্রসূন আজাদের বাবা

Share
Share

নিখোঁজ হয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন। জানা গেছে, শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অভিনেত্রীই বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কে শনিবার (১৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে প্রসূন লেখেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’

অভিনেত্রী অভিনেত্রী প্রসূন আরও জানান, তার বাবা তাদের মালিবাগের বাসা থেকে বের হয়েছিলেন। পরিবার ভেবেছিল, তিনি হয়তো নিচে চা খেতে নেমেছেন বা আশপাশেই কোথাও গেছেন। কিন্তু আর বাসায় ফেরেননি তিনি। ফলে সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু এখনও কোন সন্ধান মেলেনি তার ।

টিভি নাটক ও সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করা এই অভিনেত্রী শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে। প্রসূন অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল ২০২৩ সালে।

সহকর্মীর বাবার এভাবে নিখোঁজ হওয়ার খবরটি দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাই ইতোমধ্যে তাদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এই অভিনেত্রী জানান, ‘আমার আব্বু এমন কেউ নন যে রাস্তা ভুলে যাবে। তার স্মৃতি শক্তি খুবই ভালো, ৫০ বছর আগের কথাও স্পষ্ট মনে থাকে।’

উল্লেখ্য, প্রসূনের বাবা-মা দুজনই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের বিষয়টি থানায় জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ক্ষমতার অংশীদারদের বিষাক্ত বাক্যেই আন্দোলন দুর্বল হচ্ছে

গণ-অভ্যুত্থানের পথিকৃৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ক্রমেই প্রকট হচ্ছে বলে মন্তব্য করেছে ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’। তাদের ভাষ্য, অংশীদার রাজনৈতিক শক্তিগুলো একে অপরকে...

ঘৃণার রাজনীতির বিরুদ্ধে জুলাইয়ের বার্তা স্পষ্ট : সাকি

নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের এক সমাবেশে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “জুলাই আমাদের স্পষ্ট করে বলে দিয়েছে—এই দেশে...

Related Articles

উত্তরায় মাইলস্টোন কলেজ ভবনে বিমান বিধ্বস্ত, জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জন

রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি...

পাকিস্তানে ভয়াবহ বন্যা , নিহত হয়েছেন ২০২ জন

চলতি বছরে জুনের শেষ দিকে শুরু হওয়া বর্ষা মৌসুমে পাকিস্তানে প্রাণ হারিয়েছেন...

হাসিনার কোনো ক্ষমা নেই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে কোনো দিন ক্ষমা...

মানিকগঞ্জে ইয়াবাসহ আটক বাবা-ছেলে

মানিকগঞ্জের দৌলতপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ তিন মাদক কারবারিকে...