নিখোঁজ হয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন। জানা গেছে, শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অভিনেত্রীই বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সম্পর্কে শনিবার (১৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে প্রসূন লেখেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’
অভিনেত্রী অভিনেত্রী প্রসূন আরও জানান, তার বাবা তাদের মালিবাগের বাসা থেকে বের হয়েছিলেন। পরিবার ভেবেছিল, তিনি হয়তো নিচে চা খেতে নেমেছেন বা আশপাশেই কোথাও গেছেন। কিন্তু আর বাসায় ফেরেননি তিনি। ফলে সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু এখনও কোন সন্ধান মেলেনি তার ।
টিভি নাটক ও সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করা এই অভিনেত্রী শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে। প্রসূন অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল ২০২৩ সালে।
সহকর্মীর বাবার এভাবে নিখোঁজ হওয়ার খবরটি দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাই ইতোমধ্যে তাদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এই অভিনেত্রী জানান, ‘আমার আব্বু এমন কেউ নন যে রাস্তা ভুলে যাবে। তার স্মৃতি শক্তি খুবই ভালো, ৫০ বছর আগের কথাও স্পষ্ট মনে থাকে।’
উল্লেখ্য, প্রসূনের বাবা-মা দুজনই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের বিষয়টি থানায় জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে ।
Leave a comment