Home রাজনীতি জামায়াতকে নাম পাল্টানোর আহ্বান ফরহাদ মজহারের
রাজনীতি

জামায়াতকে নাম পাল্টানোর আহ্বান ফরহাদ মজহারের

Share
Share

জামায়াতে ইসলামীর অতীত ভূমিকার প্রসঙ্গ তুলে দলটিকে নতুন নামে রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী নামটা এখন বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক গঠনের পথে বড় বাধা।’

তিনি জানান, জামায়াতের নেতাদের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা থাকলেও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা বহন করে এই নাম রাখাটা ছিল একটি “ঐতিহাসিক ভুল”। তার মতে, বাহাত্তরের পরে ‘জামায়াতে ইসলামী’ নামটিকে ধরে রাখা ছিল অন্যায়। কারণ, একাত্তরে দলটির ভূমিকা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক চেতনার সঙ্গে যায় না।

ফরহাদ মজহার বলেন, “আপনারা ইসলামিক আইডিওলজি থেকে ডেমোক্রেটিক লীগ করেছিলেন, তারপর কেন আবার ফিরে এলেন জামায়াতে ইসলামী নামে? এটা কি আমাদের অপমান করার জন্য?” তিনি আরও বলেন, “আপনারা যদি বারবার মুক্তিযুদ্ধকে অবমাননা করেন, তাহলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসক আবার প্রতিষ্ঠিত হবেন। আপনারা সেই পথই প্রশস্ত করছেন।”

এসময় তিনি বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পরে এই সময়টাই উপযুক্ত, এখনই জামায়াতকে নাম পরিবর্তন করতে হবে। এটি শুধু রাজনৈতিক জনগণের গঠনে বাধা নয়, ইসলামের প্রতি তরুণদের আগ্রহেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।” তিনি মন্তব্য করেন, জামায়াতের একাত্তরের ভূমিকার জন্য অনেকে আজ ইসলামকে দোষারোপ করে, যা একটি ভয়ংকর সাংস্কৃতিক সংকট তৈরি করছে।

সভায় ফরহাদ মজহার সেক্যুলার ও ধর্মীয় উভয় ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধের কথা বলেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিস্ট রাষ্ট্র ও তাদের দোসরদের বিরুদ্ধে যে লড়াই জুলাইয়ে শুরু হয়েছে, তা এখনো শেষ হয়নি।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম। আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শহীদুল হক, সাংবাদিক মুস্তফা নঈম, সালেহ নোমানসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাপাতি হাতে পুলিশের সামনে দিয়েই হেঁটে গেল ছিনতাইকারী

রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর একটি ধানমন্ডি ৩২ নম্বরে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঘটেছে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। সিসিটিভি বা প্রত্যক্ষদর্শীর মাধ্যমে নয়, সরাসরি...

মতিঝিলে র‍্যাব পরিচয়ে ডাকাতির সময় ধরা পড়লো পাঁচজন

রাজধানীর মতিঝিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেজে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের কাছ থেকে উদ্ধার...

Related Articles

হাসিনার কোনো ক্ষমা নেই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে কোনো দিন ক্ষমা...

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির ৩৯ সাবেক মন্ত্রী-আমলা

জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের সাতটি পৃথক মামলায় আন্তর্জাতিক...

অসুস্থ জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গেলেন ফখরুল

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে...

গোপালগঞ্জে রক্তপাত, রাজনীতিতে অনিশ্চয়তার নতুন বার্তা

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশের পরপরই আওয়ামী...