রাজধানীর মতিঝিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেজে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে র্যাব লেখা জ্যাকেট, ওয়াকিটকি, হাতকড়াসহ ডাকাতির কাজে ব্যবহৃত সামগ্রী। মঙ্গলবার রাতে বলাকা চত্বর এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের নাম আবদুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আবদুল জলিল (৪০), মতিন খান (৩৭) ও পরেশ অধিকারী (৩৫)। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সবাই একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কিছু ব্যক্তি মতিঝিল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি দল অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় কালো রঙের র্যাব লেখা একটি জ্যাকেট, একটি ওয়াকিটকি ও একটি হাতকড়া। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা আগে থেকেই পরিকল্পিতভাবে বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বের হওয়া গ্রাহকদের অনুসরণ করত। পরে নিজেদের র্যাব বা পুলিশ পরিচয়ে পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে বা হঠাৎ গাড়িতে উঠিয়ে নিয়ে টাকা ছিনিয়ে নিত।
তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাদের নামে রাজধানীর একাধিক থানায় আরও একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ডিএমপি বলছে, এই ধরনের প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে নিয়মিত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে। জনগণকে সতর্ক থাকারও অনুরোধ জানানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এই চক্রের পেছনে আরও কেউ থাকলে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
Leave a comment