Home জাতীয় অপরাধ মতিঝিলে র‍্যাব পরিচয়ে ডাকাতির সময় ধরা পড়লো পাঁচজন
অপরাধ

মতিঝিলে র‍্যাব পরিচয়ে ডাকাতির সময় ধরা পড়লো পাঁচজন

Share
Share

রাজধানীর মতিঝিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেজে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে র‍্যাব লেখা জ্যাকেট, ওয়াকিটকি, হাতকড়াসহ ডাকাতির কাজে ব্যবহৃত সামগ্রী। মঙ্গলবার রাতে বলাকা চত্বর এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের নাম আবদুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আবদুল জলিল (৪০), মতিন খান (৩৭) ও পরেশ অধিকারী (৩৫)। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সবাই একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কিছু ব্যক্তি মতিঝিল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি দল অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় কালো রঙের র‍্যাব লেখা একটি জ্যাকেট, একটি ওয়াকিটকি ও একটি হাতকড়া। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা আগে থেকেই পরিকল্পিতভাবে বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বের হওয়া গ্রাহকদের অনুসরণ করত। পরে নিজেদের র‍্যাব বা পুলিশ পরিচয়ে পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে বা হঠাৎ গাড়িতে উঠিয়ে নিয়ে টাকা ছিনিয়ে নিত।

তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাদের নামে রাজধানীর একাধিক থানায় আরও একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ডিএমপি বলছে, এই ধরনের প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে নিয়মিত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে। জনগণকে সতর্ক থাকারও অনুরোধ জানানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এই চক্রের পেছনে আরও কেউ থাকলে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাংলা সাহিত্যের হীরকখণ্ড ছিলেন হুমায়ূন আহমেদ

বাংলা সাহিত্যের এক প্রগাঢ় আলোকবর্তিকা, হুমায়ূন আহমেদ, আজও বহমান এক নদীর মতো বয়ে চলেছেন পাঠকের হৃদয়ে। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার মোহনগঞ্জে জন্ম...

চাপাতি হাতে পুলিশের সামনে দিয়েই হেঁটে গেল ছিনতাইকারী

রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর একটি ধানমন্ডি ৩২ নম্বরে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঘটেছে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। সিসিটিভি বা প্রত্যক্ষদর্শীর মাধ্যমে নয়, সরাসরি...

Related Articles

মানিকগঞ্জে ইয়াবাসহ আটক বাবা-ছেলে

মানিকগঞ্জের দৌলতপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ তিন মাদক কারবারিকে...

চট্টগ্রামে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা, আসামিরা দিলেন চাঞ্চল্যকর তথ্য

চট্টগ্রামের মীরসরাইয়ে বৃদ্ধ ফয়েজ আহমেদ হত্যার ২৪ দিন পর ঘটনার সঙ্গে সম্পৃক্ত...

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে । পল্লবীর...

কুমিল্লায় মায়ের ভিডিও দেখিয়ে মেয়েকে ধর্ষণের জেরে যুবককে গলা কেটে হত্যা

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) , কুমিল্লার তিতাসে সড়কের পাশে গলাকাটা মরদেহ...