Home জাতীয় দুর্ঘটনা নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু
দুর্ঘটনা

নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

Share
Share


চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলের পাশে নির্মাণাধীন একটি ১১ তলা ভবনের ৯ তলা থেকে নিচে পড়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকদের নাম—ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) ও মোহাম্মদ হাসান (১৮)। তাঁরা সবাই ভবনটির ৯ তলায় কাজ করছিলেন।

কোতোয়ালি থানার উপপরিদর্শক শেখ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনজন শ্রমিক ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।’

প্রত্যক্ষদর্শী ও সহকর্মী শ্রমিক মো. রাসেল জানান, ভবনের ৯ তলায় ফিনিশিংয়ের কাজ করছিলেন ওই তিনজন। হঠাৎ করেই একসঙ্গে নিচে পড়ে যান তাঁরা। দুর্ঘটনার সময় ভবনের চারপাশে কোনো নিরাপত্তা ব্যারিকেড বা সুরক্ষামূলক জাল ছিল না বলেও জানান তিনি।

এ ঘটনায় শ্রমিকদের স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে। নির্মাণাধীন ভবনের দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—নিরাপত্তা ব্যবস্থা ঘাটতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবন নির্মাণে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে হাজারো নির্মাণশ্রমিক প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপত্তাব্যবস্থা অপ্রতুল থাকে। ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে এবং হতাহতের ঘটনা সামনে আসে। এই দুর্ঘটনাও নির্মাণসাইটের নিরাপত্তা ব্যবস্থার প্রতি আবারও প্রশ্ন তুলেছে।

নিহত তিন শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাংলা সাহিত্যের হীরকখণ্ড ছিলেন হুমায়ূন আহমেদ

বাংলা সাহিত্যের এক প্রগাঢ় আলোকবর্তিকা, হুমায়ূন আহমেদ, আজও বহমান এক নদীর মতো বয়ে চলেছেন পাঠকের হৃদয়ে। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার মোহনগঞ্জে জন্ম...

চাপাতি হাতে পুলিশের সামনে দিয়েই হেঁটে গেল ছিনতাইকারী

রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর একটি ধানমন্ডি ৩২ নম্বরে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঘটেছে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। সিসিটিভি বা প্রত্যক্ষদর্শীর মাধ্যমে নয়, সরাসরি...

Related Articles

পাকিস্তানে ভয়াবহ বন্যা , নিহত হয়েছেন ২০২ জন

চলতি বছরে জুনের শেষ দিকে শুরু হওয়া বর্ষা মৌসুমে পাকিস্তানে প্রাণ হারিয়েছেন...

ময়মনসিংহে প্রাইভেটকারের চাপায় নিহত মাদ্রাসার মুহতামিম

ময়মনসিংহের নান্দাইলে একটি প্রাইভেটকারের চাপায় নিহত হয়েছেন মাহমুদুল হাসান মামুন নামে এক...

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা উল্টে নিহত হয়েছেন ৩৭ জন

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বে-তে একটি পর্যটকবাহী নৌকা উল্টে নিহত...

নেত্রকোণায় বসতঘরে মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বসতঘর থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার...