Home রাজনীতি জুলাই গণ-অভ্যুত্থানের ঐক্যে ফাটল, পুনরায় ঐক্যের আহ্বান শিবিরের
রাজনীতি

জুলাই গণ-অভ্যুত্থানের ঐক্যে ফাটল, পুনরায় ঐক্যের আহ্বান শিবিরের

Share
Share

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে আলোচকেরা বলেছেন, গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্যে এখন বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এই অনৈক্য অব্যাহত থাকলে গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। ‘জুলাই গণ-অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তির ১ বছর’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মীর্জা গালিব। তিনি বলেন, “জাতীয় স্বার্থকে সবার ঊর্ধ্বে না রাখলে এই আন্দোলনের স্বপ্ন সফল হবে না। যারা এই ফ্যাসিবাদী কাঠামো তৈরি করেছে, তাদের জবাবদিহি নিশ্চিত না করলে তারা গোটা দেশকে গোপালগঞ্জে রূপান্তর করে ফেলবে।”

সেমিনারে বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার দমন-পীড়নের চিত্র তুলে ধরেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ইকরাম উদ্দিন সুমন। তিনি একটি নিবন্ধ উপস্থাপন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত কর প্রত্যাহার এবং ‘জুলাই সনদ’ দ্রুত ঘোষণার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য আবদুর রব বলেন, “শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে জাতিকে আবারও ঐক্যবদ্ধ করতে হবে। বিবাদ ও বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে ঐক্য ধরে রাখতে হবে।”

আলোচনায় অংশ নিয়ে আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত বলেন, “৫ আগস্টের আগে যে ঐক্য আমরা দেখেছি, তা এখন অনেক দুর্বল হয়ে গেছে। কিন্তু আমরা এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে যাচ্ছি।”

ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুর রহিম বলেন, “আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বড় ভূমিকা ছিল, তা স্বীকার করা হচ্ছে না। বরং তাদের ওপর নতুন করে কর চাপিয়ে বৈষম্য বাড়ানো হচ্ছে। আমি ইউজিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই কর বাতিলের দাবি জানাচ্ছি।”

সভাপতিত্ব করেন ছাত্রশিবির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি রেজাউল করিম। আলোচনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আহ্বায়ক কাজী ইমাম হোসেন, দুদক সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মুনিম মুবাশ্বির, রেভল্যুশন ওয়াচের প্রধান সমন্বয়কারী আশরাফুল ইসলাম নির্ঝর, পুনাব সভাপতি রায়হান পাটোয়ারী, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রসমাজের আহ্বায়ক আল সাইমুন হাসানী এবং আইইউবির শিক্ষার্থী তালহা বিন আমিন।

সেমিনারে বক্তারা নতুন বাংলাদেশ গড়তে আবারও বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান এবং শিগগিরই রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আমরা আবারও যাবো গোপালগঞ্জে : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা...

মুন্সীগঞ্জে সাপের কামড়ে নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে সেলিনা বেগম (৫৬) নামের এক নারীর। শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্ধী গ্রামে বুধবার (১৬ জুলাই) দিবাগত...

Related Articles

গোপালগঞ্জে রক্তপাত, রাজনীতিতে অনিশ্চয়তার নতুন বার্তা

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশের পরপরই আওয়ামী...

ক্ষমতার অংশীদারদের বিষাক্ত বাক্যেই আন্দোলন দুর্বল হচ্ছে

গণ-অভ্যুত্থানের পথিকৃৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ক্রমেই প্রকট হচ্ছে বলে মন্তব্য করেছে...

ঘৃণার রাজনীতির বিরুদ্ধে জুলাইয়ের বার্তা স্পষ্ট : সাকি

নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের এক সমাবেশে দলটির প্রধান...

উচ্চকক্ষে সংখ্যা অনুপাতে নির্বাচন মানবে না বিএনপি

সংবিধান সংস্কার ও সংসদ কাঠামোয় উচ্চকক্ষ যুক্ত করার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের...