Home আন্তর্জাতিক দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা
আন্তর্জাতিক

দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা

Share
Share

সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বুধবার ভোররাতে চালানো এ হামলায় অন্তত একজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক্সে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

হামলার সময় রাজধানীর উমাইয়াদ চত্বর এলাকা এবং সামরিক সদর দপ্তরের আশপাশে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর আগুনের শিখা ও ধোঁয়ার দৃশ্য প্রকাশিত হয়েছে। হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আইডিএফ জানিয়েছে, দক্ষিণ সিরিয়ায় দ্রুজ জনগণের বিরুদ্ধে সরকার যে দমন-পীড়ন চালাচ্ছে, তার প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী রাজধানী দামেস্কে সরকারনিয়ন্ত্রিত একটি সামরিক প্রবেশপথে এ আঘাত হানে। তাদের ভাষ্য মতে, দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা এবং নিজেদের উত্তর সীমান্তে সম্ভাব্য হুমকি প্রতিরোধ করাই হামলার প্রধান উদ্দেশ্য।

হামলায় প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। আইডিএফ বলেছে, সিরিয়ার বর্তমান শাসক প্রেসিডেন্টের প্রাসাদের কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলেন, ‘তীব্র হামলা শুরু হয়েছে’, যা ভবিষ্যতেও চলতে পারে বলে আভাস পাওয়া গেছে।

এ হামলার কড়া নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দীর্ঘ ১৪ বছরের যুদ্ধে বিপর্যস্ত সিরিয়া এখন পুনর্গঠনের যে প্রয়াস নিচ্ছে, তা ইসরায়েল বাধাগ্রস্ত করছে। বিবৃতিতে আরও বলা হয়, এখনই সময় সিরিয়ার জনগণকে শান্তিপূর্ণ সহাবস্থানের সুযোগ দেওয়ার এবং আন্তর্জাতিক সমাজে ফিরে আসার পথ প্রশস্ত করার।

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে সম্প্রতি দ্রুজ জনগোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ বেড়েছে। ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে বিবেচিত এ গোষ্ঠী সিরিয়ায় সংখ্যালঘু হলেও লেবানন ও ইসরায়েলেও তাদের উপস্থিতি রয়েছে। বাশার আল-আসাদের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্বে রয়েছেন আহমেদ আল-শারার। শারার সরকার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সক্রিয় সহায়তায় রিয়াদে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকও সম্পন্ন হয়েছে।

বাশার আল-আসাদের সরকারের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ায় অন্তত ৬০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে আল–জাজিরার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব হামলায় সিরিয়ার সামরিক অবকাঠামো অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। গোলান মালভূমির জাতিসংঘ-নিয়ন্ত্রিত বাফার জোনে ইসরায়েল সেনা মোতায়েন করে দক্ষিণ সিরিয়ার অভ্যন্তরে অভিযান পরিচালনা করছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বাড়াতে পারে দামেস্কে এই নতুন হামলা। আন্তর্জাতিক পরিসরে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের এ ধরনের অভিযানে উদ্বেগ প্রকাশ বাড়ছে।

সূত্র: বিবিসি

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহে মুক্তিপণ দিয়েও মিলেছে শিশু আয়মানের খণ্ডিত মরদেহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিপণ দিয়েও উদ্ধার করা হয়েছে ৫ বছরের শিশু আয়মান সাদাবের খণ্ডিত মরদেহ। গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে আয়মানের নানার বাড়ির...

পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী শমিহাল

মঙ্গলবার (১৫ জুলাই) ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শমিহাল জানিয়েছেন, পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দেশটির যুদ্ধকালীন সময়ে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় সরকারি রদবদল, যা...

Related Articles

ইরাকে শপিংমলে অগ্নিকাণ্ডে, নিহত ৬০

পূর্ব ইরাকের কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছে কমপক্ষে ৬০...

মহাত্মা গান্ধীর বিরল তৈলচিত্র বিক্রি হয়েছে আড়াই কোটি টাকায়

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা মহাত্মা গান্ধীর একটি বিরল তৈলচিত্র, যুক্তরাজ্যের রাজধানী...

পাকিস্তানে যাত্রীবাহী বাসে হামলা, নিহত হয়েছে ৩

পাকিস্তানে বেলুচিস্তানের কালাত জেলার নিয়ামুরঘ ক্রস-এর কাছে করাচি থেকে কোয়েটা অভিমুখে চলমান...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরো ৯৪ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় একদিনে নিহত হয়েছেন কমপক্ষে...