Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত হয়েছে ৯ জন
আন্তর্জাতিকদুর্ঘটনা

যুক্তরাষ্ট্রে বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত হয়েছে ৯ জন

Share
Share

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফল রিভার শহরে ‘গ্যাব্রিয়েল হাউস অ্যাসিস্টেড লিভিং’ নামে একটি বয়স্কদের পরিচর্যা কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৯ জন। এ ছাড়া আহত ও আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ। আহত হয়েছেন ফায়ার সার্ভিসের পাঁচজন সদস্যও, তবে তাদের অবস্থা গুরুতর নয়।

গত রবিবার (১৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনতলা ভবনের জানালা দিয়ে বয়স্ক বাসিন্দারা বাঁচার আকুতি জানাচ্ছিলেন। ধোঁয়ায় ভরে যাওয়া করিডোর দিয়ে বের হতে পারছিলেন না কেউ।

বৃদ্ধাশ্রমের এক বাসিন্দা লোরেইন ফেরারা বলেন, ‘আমি ভাবছিলাম আমি মারা গেছি। আমি জানালার ভেতর থেকে বেরিয়ে এসেছি, তবু বিশ্বাস হচ্ছিল না আমি বেঁচে আছি।’

ব্রিস্টল কাউন্টি জেলা অ্যাটর্নি টমাস এম. কুইন জানান, নিহতদের মধ্যে সাতজনের নাম প্রকাশ করা হয়েছে। এরা হলেন রুই আলবারনাজ (৬৪), রোনাল্ড কোডেগা (৬১), মার্গারেট ডাডি (৬৯), রবার্ট কিং (৭৮), কিম ম্যাকিন (৭১), রিচার্ড রোচন (৭৮), এলিনর উইলেট (৮৬)। এখনো অন্য দুজনের নাম প্রকাশ করা হয়নি।

এ ঘটনার পর হাসপাতালে পাঠানো হয়েছে প্রায় ৩০ জন বাসিন্দাকে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সেন্ট অ্যান’স হাসপাতাল, রোড আইল্যান্ড হাসপাতাল এবং নিউ বেডফোর্ডের চার্লটন মেমোরিয়াল হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট ইউনিয়নের মতে, যথাযথ স্টাফিং না থাকায় উদ্ধারকাজে বিলম্ব হয়। অগ্নিকাণ্ডের সময় ভবনের অনেক বাসিন্দা অচেতন ছিলেন বা চলাফেরার অক্ষম ছিলেন। উদ্ধারকারীদের জানালার এসি ইউনিট ভেঙে বাসিন্দাদের টেনে বের করতে হয়েছে।

রাত ৯:৩০-এ অ্যালার্ম বেজে ওঠার পর ৫০ জনের বেশি ফায়ারফাইটার, পুলিশের সদস্য ও স্বাস্থ্যসেবা কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দার ভাষ্যমতে, ‘সবাই নিজ নিজ জীবন বাজি রেখে অন্যদের জীবন বাঁচাতে চেষ্টা করেছেন।’

অ্যাসিস্টেড লিভিং সেন্টারটিতে বসবাস করতেন প্রায় ৭০ জন বয়স্ক ব্যক্তি। এদের মধ্যে অনেকেই হুইলচেয়ারে, অক্সিজেন সিলিন্ডারে নির্ভরশীল ছিলেন এবং চলাফেরায় অক্ষম।ম্যাসাচুসেটস গভর্নর মওরা হিলি বলেন, ‘তাদের সবারই বিশেষ সহায়তা দরকার ছিল, কিন্তু অগ্নিকাণ্ড এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেকেই আর বের হতে পারেননি।’

ফল রিভার মেয়র ‘পল কুগান’ এটিকে ‘একটি মর্মান্তিক ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করেছেন। একইসঙ্গে প্রশ্ন উঠেছে পরিচালকের অতীত ইতিহাস নিয়ে। গ্যাব্রিয়েল হাউসের মালিক’ ডেনিস এটজকর্ন’ এর আগেও অভিযুক্ত হয়েছিলেন মেডিকেয়ার কেলেঙ্কারি ও যৌন হয়রানির মামলায়, যদিও মামলা সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়।

তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়, এ বিষয়ে কর্মকর্তারা জানান যে, এটি সন্দেহজনক নয়। ম্যাসাচুসেটস স্টেট পুলিশ এবং ফায়ার সার্ভিস বিভাগ যৌথভাবে ঘটনার তদন্ত করছে। ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, কর্মী সংখ্যা ও পরিচালনার গাফিলতি নিয়েও তদন্ত চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্র: সিএনএন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চট্টগ্রামে বলাৎকারের পর মাদ্রাসা ছাত্রকে হত্যা, মরদেহ উত্তোলন করা হলো ২১ দিন পর

চট্টগ্রামের লোহাগাড়ায় তাসনিমুল হাসান সাজিদ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যার অভিযোগে ময়নাতদন্তের জন্য ২১ দিন পর কবর থেকে উত্তোলন করা...

গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা, নিহত আরও ৭৮ ফিলিস্তিনি

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন আরও ৭৮ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া অনেক মানুষও রয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার...

Related Articles

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাক-পুলিশ ভ্যানে বাসের ধাক্কা, নিহত হয়েছে ২

রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বিশমাইল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও পুলিশের...

‘সুপারম্যান’ সিনেমায় ফিলিস্তিন-ইসরায়েল সংকটের ইঙ্গিত?

বিশ্বজুড়ে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে জেমস গান পরিচালিত ডিসি কমিকসভিত্তিক নতুন...

গাজায় ত্রাণকেন্দ্রে পদদলিত হয়ে ২০ ফিলিস্তিনির মৃত্যু

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান...

দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের...