লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির উত্তর বেকা উপত্যকার পূর্বাঞ্চলে অবস্থিত এক সিরীয় বাস্তুচ্যুতদের শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ১২ জন এবং আহত হয়েছেন ৮ জন।
জানা গেছে, ওয়াদি ফারায় এলাকায় সংঘটিত ওই হামলায় নিহতদের মধ্যে রয়েছেন সাতজন সিরীয় নাগরিক । এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে , হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে তারা।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা অস্ত্র গুদামগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং যতদিন হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা চালাবে, ততদিন চলবে এই হামলা।
এ বিষয়ে বক্তব্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও । তিনি লেবানন সরকারকে আরও চাপ দিচ্ছেন হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করার জন্য। তবে লেবানন সরকার এখনো সে পথে হাঁটেনি। সংঘাতের বদলে হিজবুল্লাহর সঙ্গে সংলাপের পথেই থাকছে তারা।
তবে সন্দেহ নেই, এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে লেবানন। অনেকেই আশঙ্কা করছেন, ইসরায়েলের এই ধারাবাহিক হামলা লেবানন সরকারকে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরও বেশি চাপে ফেলবে।
সূত্র: আল জাজিরা
Leave a comment