সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জিধুরী গ্রামে চিপস কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে এক চতুর্থ শ্রেণির ছাত্রী। অভিযোগ উঠেছে স্থানীয় দোকানদার চান মোহাম্মদ সিকদারের (৬০) বিরুদ্ধে। এ ছাড়া ঘটনায় অভিযুক্তের পরিবারকে জিজ্ঞাসা করতে গেলে ছাত্রীর মা-বাবাকে মারধরের অভিযোগও উঠেছে।
ভুক্তভোগী ছাত্রীর মা চান মোহাম্মদ সিকদারের নাম উল্লেখ করে সোমবার (১৪ জুলাই) দুপুরে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত চান মোহাম্মদ জিধুরী গ্রামের মৃত লাল মিয়া সিকদারের ছেলে।
স্থানীয়দের মধ্যে অনেকে দাবি করছেন, এর আগেও ওই দোকানদার সম্পর্কে বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ শোনা গেছে, তবে সাহস করে প্রকাশ্যে অভিযোগ করেনি কেউই ।
ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে স্কুল শেষে আমার মেয়ে চিপস কিনতে পাশের দোকানে যায়। সে সময় দোকানদার চান মোহাম্মদ তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করে। বিষয়টি নিয়ে ভয়ে ও লজ্জায় মেয়েটি তাৎক্ষণিকভাবে কিছু না বললেও পরে বাড়ি ফিরে কান্নারত অবস্থায় পুরো ঘটনা জানায়। এরপর আমি ও আমার স্বামী অভিযুক্ত দোকানদারের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চাইলে আমাদের ওপর চড়াও হয় তারা এবং মারধর করে আহত করে।’
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, ‘এ ঘটনায় প্রাথমিক অভিযোগ পেয়েছি। ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিচ্ছি আমরা। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী নেওয়া হবে কঠোর ব্যবস্থা।’
এদিকে এ ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। আতঙ্ক বিরাজ করছে অভিভাবক মহলে। অনেকেই বলছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে এখন আরও বেশি সচেতন হওয়ার সময় এসেছে।
Leave a comment