প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ। ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি–টোয়েন্টিতে দারুণ এক জয়ে তিন ম্যাচের সিরিজে ১–১ সমতায় ফিরেছে টাইগাররা। শক্তিশালী শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লিটন দাসের দল।
বাংলাদেশ আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৭৭ রান। ইনিংসের ভিত্তি গড়ে দেন ওপেনার লিটন দাস ও মিডল অর্ডারে ব্যাট করতে নামা শামীম হোসেন। লিটন ৭৬ রান করেন ৪৮ বলে, মারেন সাতটি চার ও চারটি ছক্কা। শামীম হোসেন মাত্র ৩০ বলে ঝোড়ো ৪৮ রান করে বাংলাদেশের স্কোর সমৃদ্ধ করেন। তাওহীদ হৃদয়ের ব্যাট থেকেও আসে কার্যকর ৩১ রান। শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন বিনুরা ফার্নান্দো, তিনটি উইকেট নেন ৩১ রানে।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। প্রথম চার উইকেট ২৫ রানের মধ্যেই হারায় তারা। শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ধাক্কা খায় স্বাগতিকেরা। এরপর পাথুম নিশাঙ্কা ও দাসুন শানাকার ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তা স্থায়ী হয়নি।
ম্যাচের মোড় ঘুরিয়ে দেন লেগস্পিনার রিশাদ হোসেন। এক ওভারেই দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ধসে পড়ে লঙ্কান ব্যাটিং। পুরো দল অলআউট হয়ে যায় মাত্র ১৫.২ ওভারে, স্কোরবোর্ডে তখন মাত্র ৯৪ রান।
বাংলাদেশের হয়ে রিশাদ নেন ৩ উইকেট ১৮ রানে। শরিফুল ও সাইফউদ্দিন দুজনেই পান দুটি করে উইকেট।
দ্বিতীয় ম্যাচে এ জয় সিরিজে বাংলাদেশকে সমতায় ফেরানোর পাশাপাশি ফর্মে ফেরার বার্তাও দিয়েছে। এখন ১–১ সমতায় থাকা সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে শিরোপা নির্ধারিত হবে। সেই ম্যাচটি হতে যাচ্ছে সিরিজের ফাইনালসদৃশ লড়াই।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭ (লিটন ৭৬, শামীম ৪৮, হৃদয় ৩১; বিনুরা ৩/৩১)
শ্রীলঙ্কা: ১৫.২ ওভারে ৯৪ (নিশাঙ্কা ৩২, শানাকা ২০; রিশাদ ৩/১৮, শরিফুল ২/১২, সাইফউদ্দিন ২/২১)
ফল: বাংলাদেশ ৮৩ রানে জয়ী
Leave a comment