রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক পাশেই ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল’ নামে একটি ভুয়া সংগঠন খুলে চাঁদা আদায়ের অভিযোগে পবিত্র আল ইবাদাত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে পল্টন থানার একটি দল তাঁকে আটক করে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নসিরুল আমিন প্রথম আলোকে জানান, গ্রেপ্তারকৃত ইবাদাত নিজেকে কথিত সংগঠনটির সভাপতি পরিচয়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ভুয়া সংগঠন তৈরি করে চাঁদা আদায়সহ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি প্রতারণা করে আসছিলেন। সংগঠনটির কার্যালয় বিএনপির কার্যালয়ের পাশেই হওয়ায় জনমনে বিভ্রান্তি ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল।
ওসি আরও জানান, ইবাদাত কেন এমন সংগঠন তৈরি করেছিলেন, তাঁর কার্যক্রমে আরও কারা জড়িত এবং কোন উদ্দেশ্যে তিনি বিএনপির নাম ব্যবহার করছিলেন—এসব বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনায় মামলা দায়ের করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী। তিনি বলেন, পবিত্র আল ইবাদাত ও তাঁর সহযোগীরা ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল’ নামক একটি ভুঁইফোড় সংগঠন খুলে নয়াপল্টনে কার্যালয় চালাচ্ছিলেন এবং দলের নাম ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে নাদিয়া ইসলাম নামের এক নারীও পরিচয় দিচ্ছিলেন।
আবদুস সাত্তার জানান, বিষয়টি নিয়ে দলীয় পর্যায়ে উদ্বেগ সৃষ্টি হলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পল্টন থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ইবাদাতকে গ্রেপ্তার করে।
পুলিশ বলছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। দলীয় নাম ব্যবহার করে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে এই গ্রেপ্তারে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Leave a comment