ব্যক্তি বা দলের সমালোচনা যুক্তি ও তথ্যের ভিত্তিতে হওয়া উচিত, অন্যথায় তা নিন্দনীয় চরিত্রহননের শামিল—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সবার অধিকার, তবে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি।
শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন বলে জানা গেছে।
শফিকুর রহমান লিখেছেন, “সাম্প্রতিক দিনগুলোতে সমাজজীবনে অনেক বেদনাদায়ক ঘটনা ঘটেছে। এসব ঘটনা রোধে দায়িত্ব এককভাবে কারও নয়—সরকার, রাজনৈতিক দল ও সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত দায়িত্ব রয়েছে। এ ধরনের স্পর্শকাতর সময়ে জাতির মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি।”
তিনি আরও বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে সেটা যেন শালীন ভাষায় ও তথ্যনির্ভর হয়। ব্যক্তি বা দলের চরিত্রহনন কোনোভাবেই কাম্য নয়। এমন আচরণ সমাজে বিশৃঙ্খলা, বিদ্বেষ ও অনৈক্যের পরিবেশ সৃষ্টি করে।”
শফিকুর রহমান আহ্বান জানান, সবাই যেন সংযত, সতর্ক ও দায়িত্বশীল আচরণ করে। তিনি লেখেন, “মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করে সে অনুযায়ী চলার তাওফিক দেন। আমিন।”
প্রসঙ্গত, পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে হত্যা নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ছাত্রদের প্রতিবাদে উত্তেজনা ছড়ায়। সেই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে অশ্লীল স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে, যা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। শফিকুর রহমানের বিবৃতিকে এই প্রেক্ষাপটেই বিবেচনা করা হচ্ছে।
Leave a comment