Home রাজনীতি লাল চাঁদ হত্যায় তিন আসামি বাদ দেওয়ার অভিযোগ যুবদলের
রাজনীতি

লাল চাঁদ হত্যায় তিন আসামি বাদ দেওয়ার অভিযোগ যুবদলের

Share
Share


রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার মামলায় পরিবার কর্তৃক দেওয়া তিনজনের নাম বাদ দিয়ে নতুন তিনজনকে আসামি করা হয়েছে—এমন অভিযোগ তুলে ঘটনার কারণ জানতে চেয়েছে জাতীয়তাবাদী যুবদল। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়।
যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, “আমরা জানতে চাই, কারা, কী কারণে পরিবার-নির্ধারিত তিনজন আসামিকে বাদ দিয়ে অন্য তিনজনকে অন্তর্ভুক্ত করল? এ ধরনের পরিবর্তনের পেছনে কারা জড়িত, সেটাও খুঁজে দেখা প্রয়োজন।” তিনি আরও বলেন, “ঘটনাটি ঘটেছে বুধবার, কিন্তু তা প্রচার হয়েছে শুক্রবার। ঘটনার প্রচারে বিলম্ব কেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে।”
সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি জানান, নিহত লাল চাঁদের বড় বোনের মেয়ে বীথি আক্তারের বরাতে তাঁরা জানতে পেরেছেন, মামলায় পরিবার যাঁদের নাম দিয়েছিল, তাঁদের বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, “সিসিটিভি ফুটেজে যাঁদের খুন করতে দেখা গেছে, তাঁদের বাদ দিয়ে অন্যদের আসামি করা হয়েছে। যাঁরা সরাসরি আঘাত করেছে, তাঁরা এখনো ধরা পড়েনি। এটা এক রহস্য।” তিনি দাবি করেন, ৬০ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও দৃশ্যমান প্রমাণ থাকা সত্ত্বেও মূল খুনিরা কেন এখনো ধরা পড়ছে না, সে প্রশ্নের জবাব দিচ্ছে না প্রশাসন।
যুবদল সভাপতি বলেন, “আমরা অপরাধের দায় অস্বীকার করছি না। সংগঠনগতভাবে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালই পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। গত এক বছরে শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছি। কিন্তু প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে? নিলে কবে, না নিলে কেন?”
তিনি আরও অভিযোগ করেন, “খুলনায় বহিষ্কৃত যুবদল নেতাকে রগ কেটে হত্যা করা হয়েছে। চাঁদপুরে এক ইমামের ওপর খুতবা দেওয়ার সময় হামলা হয়েছে। এগুলো একটি বিশেষ সংগঠনের সহিংস রাজনীতির ধারাবাহিকতা।” কুয়েটের আগের ঘটনার পেছনেও একই গোষ্ঠীর ইন্ধন ছিল বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন চরম অবনতির দিকে। একটি সুযোগসন্ধানী গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপি ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে ‘সিলেক্টিভ প্রতিবাদ’ করছে এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে।
সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৮ নভেম্বর পাবনা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী ৮ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন। এর আগে ৬ নভেম্বরের নির্ধারিত সফরটি স্থগিত করে ৮ নভেম্বর পুনঃনির্ধারণ...

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

ভারতের তেলেঙ্গানায় শেভেলা মন্ডলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) সকালে রাঙ্গারেড্ডি জেলার ওই এলাকায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত...

Related Articles

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, লড়বেন হবিগঞ্জ-১ আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ...

মামদানিকে বেছে নিয়ে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে- ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সার্বভৌমত্ব’ হারিয়েছে, কারণ নিউইয়র্কের ভোটাররা জোহরান...

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন...

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম লে. গভর্নর হিসেবে নির্বাচিত হলেন ঘাজালা হাশমি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট...