ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে বোমা থাকার ভুয়া হুমকিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শুক্রবার বিকেলে। নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নামিয়ে উড়োজাহাজটি তল্লাশি করে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরে নির্ধারিত গন্তব্য কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করে উড়োজাহাজটি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৩ ফ্লাইটটি বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে ছাড়ার কথা ছিল। উড্ডয়নের ঠিক আগে একটি ফোন কল আসে, যেখানে উড়োজাহাজে বোমা আছে বলে দাবি করা হয়। কল পাওয়ার পরপরই বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয় এবং উড়োজাহাজ থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। এ সময় যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিলেও কেউ আহত হননি।
ঘটনাস্থলে পৌঁছে যায় বিমানবন্দরের বোমা নিষ্ক্রিয়করণ দল। তারা উড়োজাহাজটি ঘিরে রেখে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায়। দীর্ঘ তল্লাশির পর উড়োজাহাজে কোনো বিস্ফোরক বা বোমাসদৃশ বস্তু মেলেনি বলে নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিকেল গড়িয়ে রাত হলেও বিষয়টি নিয়ে চলছিল আলোচনা। রাতে নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন স্টেশন কর্মকর্তা জানান, প্রাপ্ত ফোনকলটি ছিল ভুয়া। কোনো বোমা বা নিরাপত্তা ঝুঁকি ছিল না। প্রাথমিকভাবে এটিকে ‘হুমকিমূলক ভুয়া কল’ হিসেবে গণ্য করা হচ্ছে। পরে যাত্রীদের পুনরায় বোর্ডিং করিয়ে যথাসম্ভব দ্রুত ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে দেওয়া হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানানো হয়েছে। কারা বা কী উদ্দেশ্যে এমন হুমকি দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বেবিচকের একজন কর্মকর্তা বলেন, “এই ধরনের ভুয়া হুমকি শুধু আতঙ্কের পরিবেশ তৈরি করে না, বরং নিরাপত্তা ব্যবস্থাকে ব্যাহত করে। দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a comment