চট্টগ্রামের মিরসরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের ছুরিকাঘাতে হারুন-অর-রশিদ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন একই এলাকার মো. সেকান্দারের ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন এবং ছুটিতে দেশে এসেছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জমির হাঁটার পথ ও পানি যাওয়া নিয়ে হারুনের সঙ্গে তাঁর বোন শাহানার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য বাড়িতে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের একপর্যায়ে কথাকাটাকাটি হলে হারুন ভাগ্নে শাহীনকে চড় মারেন। এরপর শাহীন ঘর থেকে ছুরি এনে মামার বুকে আঘাত করেন।
হারুনকে তাৎক্ষণিকভাবে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. রুম্মান জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার বাম বুকের পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন পলাতক রয়েছেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পরপরই পুলিশের তিনটি দল শাহীনকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Leave a comment