Home শিক্ষা মাধ্যমিক ৫২ বছর বয়সেও এসএসসি পরীক্ষায় ফেল, তবুও হাল ছাড়বেন না দেলোয়ার
মাধ্যমিকশিক্ষা

৫২ বছর বয়সেও এসএসসি পরীক্ষায় ফেল, তবুও হাল ছাড়বেন না দেলোয়ার

Share
Share

নাটোরের বাগাতিপাড়ায় বয়সকে হার মানিয়ে ৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় আসা দেলোয়ার হোসেন এবার ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন। তবুও তিনি দমে যাননি। জানিয়েছেন, আগামী বছর আবারও পরীক্ষায় অংশ নেবেন এবং পাস করেই ছাড়বেন।

বৃহস্পতিবার দুপুরে সারাদেশে একযোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেলোয়ার হোসেন নিজের ফল জানার পর বলেন, “সব বিষয়ে পাস করেছি, শুধু ইংরেজিতে ফেল করেছি। মনটা খারাপ, তবে হাল ছাড়িনি। ইনশা আল্লাহ পাস করবই।”

দেলোয়ার হোসেন বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। বাড়ি জামনগর পশ্চিমপাড়া গ্রামে। এবারের এসএসসি পরীক্ষা তিনি দিয়েছেন বাগাতিপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে।

জানান, ছাত্রজীবনে বেশ মেধাবী ছিলেন। ১৯৮৫ সালে প্রাথমিক স্তরে বৃত্তি এবং ১৯৮৮ সালে জামনগর দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পেয়েছিলেন। ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিলেও অনাকাঙ্ক্ষিতভাবে বহিষ্কৃত হন। এরপর পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে সংসার জীবনে মনোনিবেশ করেন।

পরিবারের অন্য সদস্যরা উচ্চশিক্ষা অর্জন করায় দেলোয়ার মাঝেমধ্যে শিক্ষাগত অপূর্ণতার বোধে ভুগতেন। সেখান থেকেই ফের পড়াশোনায় ফিরে আসার সিদ্ধান্ত। জনপ্রতিনিধির ব্যস্ততা সামলেও নিয়মিত প্রস্তুতি নিয়েছেন পরীক্ষার জন্য।

দেলোয়ার বলেন, “শিক্ষা কোনো বয়সের বিষয় না। আমি পড়তে চাই, বুঝে নিতে চাই, এবং প্রমাণ করতে চাই—ইচ্ছা থাকলে বয়স বাধা নয়।”

স্থানীয়ভাবে তাঁর এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। অনেকেই তাঁকে উৎসাহ দিয়েছেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। এখন তিনি নতুন করে প্রস্তুতি নিচ্ছেন আগামী পরীক্ষার জন্য। তাঁর ভাষায়, “হার মানিনি, এবার আরও ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসব।”

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাহাড়ি ঢলে নিয়ন্ত্রণের বাইরে কাপ্তাই হ্রদের পানি, ১৬ গেট দিয়ে পানি নিস্কাশন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ বেড়ে গেছে কাপ্তাই হ্রদের পানি। বাঁধের গেট খুলে পানি নিস্কাশন শুরু করলেও পানির চাপ কমানো যাচ্ছে...

কাতারে ইসরায়েলের হামলায় নিহত ৫, নিন্দায় কাতার ও হামাস

কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক নেতাদের টার্গেট করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামাসের পাঁচ সদস্য...

Related Articles

মিথিলার পিএইচডি অর্জনে সৃজিতের শুভেচ্ছা, দাম্পত্য নিয়ে নতুন গুঞ্জন

অভিনয়, সংগীতচর্চা কিংবা শিক্ষাক্ষেত্র—সব জায়গাতেই সমান সাফল্যের ছাপ রেখেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ...

শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ ‘শাটডাউন’

তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের...

বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ আজ , প্রকৌশল খাতে সংস্কারের দাবিতে তীব্র আন্দোলন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের উদ্যোগে ঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, শুরু হলো সাবজেক্ট চয়েজ কার্যক্রম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ...