রাজধানীর ডেমরায় চলন্ত বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বোরহান উদ্দিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার পর ডেমরার মিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান একজন পিকআপচালক ছিলেন এবং ডেমরার শুকনা টেংরা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
বোরহানের স্ত্রীর বড় ভাই মো. সোহেল জানান, বোরহান ডেমরার একটি বরফ ও ককশিট কারখানায় পিকআপচালক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি ডিউটি শেষে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে মিরপাড়া শিকদার পাম্পের সামনে রমজান পরিবহনের একটি দ্রুতগামী বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে ২টার দিকে চিকিৎসক বোরহানকে মৃত ঘোষণা করেন। তাঁর আহত বন্ধুকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে রমজান পরিবহনের বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায় বলে জানান ওসি মাহমুদুর রহমান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত বোরহান উদ্দিন বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম সফর উদ্দিন। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a comment