ইসরায়েলি বিমানবাহিনীর ‘অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ইউনিটে কর্মরত সাতজন সেনাসদস্যকে কর্তৃপক্ষ যৌন নির্যাতনের গুরুতর অভিযোগে আটক করেছে। অভিযোগ অনুযায়ী, জুনিয়র সহকর্মীদের জোরপূর্বক সমকামী কর্মকাণ্ডে বাধ্য করেন, শারীরিক নির্যাতন ও মানসিকভাবে ভয়ভীতি প্রদর্শন করেন তারা।
দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে , মঙ্গলবার (৯ জুলাই) রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে । মিলিটারি পুলিশের বরাতে বলা হয়েছে, একটি তথাকথিত ‘দীক্ষা অনুষ্ঠান’-এর সময় অভিযুক্ত সেনারা এই অপরাধগুলো করেন। জানা গেছে, ১৩৬ নম্বর এয়ার ডিফেন্স ব্যাটালিয়নে এই ঘটনা ঘটেছে । ইয়েনেত নিউজ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে অন্তত ১০ জন জুনিয়র সেনা একই ধরনের নিপীড়নের শিকার হয়েছেন।
জোরপূর্বক সমকামী কার্যক্রমে যুক্ত করা, যৌন হেনস্তা, শারীরিকভাবে আঘাত করা, মানসিক চাপ তৈরি করা এবং নানা ধরনের ভয় দেখানোর মতো অভিযোগ তদন্তে উঠে এসেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে বাহিনী কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, এমন অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে ।
Leave a comment