রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের পূর্ব রমাকান্ত এলাকার বিশু মিয়ার স্ত্রী, দুই সন্তানের জননী কাওছারা বেগম বাড়ির পাশে পাটশাক তুলতে গিয়ে গণধর্ষণের শিকার হন। ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করা হয়েছে। সামাজিক, পরিবারিক ও মানসিক চাপে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন ভুক্তভোগী নারী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়ি সংলগ্ন একটি পাটক্ষেতে গত ৯ জুন দুপুরে শাক তুলতে যান কাওছারা। পূর্ব থেকে পাটক্ষেতে ওৎ পেতে থাকা কয়েকজন যুবক তাকে ধরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে হুমকি দেয় অপর দুই যুবক। বিভিন্ন ধরনের ভয়ভীতি ও অনৈতিক প্রস্তাব দেন ভুক্তভোগী নারীকে। রাস্তাঘাটে তাকে বলেন, ‘যদি কথা না শোনো, ভিডিও ছড়িয়ে দেওয়া হবে।’ শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তিনি তার শ্বশুরকে ঘটনাটি জানান।
গত সোমবার (৭ জুলাই) রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উঠান একটি বৈঠক হয়। সেখানে ওই নারী কাঁদতে কাঁদতে ঘটনার বর্ণনা দেন। অভিযোগে উল্লেখ করা হয়- শ্বশুর তাকে বলেন, ‘এমন কলঙ্ক নিয়ে তুই কেন বেঁচে আছিস?’ এমন মানসিক চাপে আত্মহত্যা করেন ওই নারী।
পরদিন মঙ্গলবার (৮ জুলাই) সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখতে পায় , ঘরের মেঝেতে অচেতন হয়ে পরে আছে সে। ওই সময় নিহতের হাতে ছিল কিছু ট্যাবলেট। পরে স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় তার । এই ঘটনার পর ভুক্তভোগীর পিতা গঙ্গাচড়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে আসামিদের গ্রেপ্তারের জন্য ।
Leave a comment