খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পুলিশ এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে। উপজেলার সদর ইউনিয়নের বোয়াট্টাপাড়ার চেঙ্গী নদী থেকে বুধবার (৯ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নদীর পাড়ে স্থানীয় লোকজন মরদেহটি ভাসতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত নাম ও পরিচয় জানা যায়নি।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Leave a comment