ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে হুতি লক্ষ্যবস্তুতে ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আজ সোমবার ভোরে এ তথ্য জানিয়েছে। এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রায় এক মাস পর ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলেছে, হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। কারণ, হুতিরা বারবার ইসরায়েলের ওপর আক্রমণ করছিল।
হামলার পর হুতির এক মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি হামলা প্রতিহত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হোদেইদায় ইসরায়েলি হামলার ফলে অচল হয়ে গেছে প্রধান বিদ্যুৎকেন্দ্র। এতে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে।
হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরা টিভি জানিয়েছে, হোদেইদায় একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল। এর ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের তিনটি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল।
ইয়েমেনের রাস ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে । হুতিরা ২০২৩ সালের শেষ দিকে এই জাহাজটি দখল করেছিল।
২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েল এবং লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এসব হামলা করা হয়েছে বলে হুতি জানিয়েছে ।
Leave a comment