শরীয়তপুর জেলা সদরে বসতবাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আক্তার সরদার (৩৪) নামের এক বিদ্যুৎ মিস্ত্রির। শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আক্তার সরদার শরীয়তপুর সদর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার নূর হোসেন সরদারের বড় ছেলে।পেশাগতভাবে বিদ্যুৎ সংক্রান্ত কাজ করতেন তিনি ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক প্রতিবেশীর বাড়িতে বুধবার দুপুরে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যান আক্তার
সরদার এবং গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে । পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a comment