চাঁদপুরে সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আব্দুর রব তপদার (৬০) ও সায়েম তপদার (২৩) নামের দুইব্যক্তির । তারা দু’জন সম্পর্কে বাবা-ছেলে।
সদর উপজেলায় শাহমাহমুদপুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামে বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুর রব তপদার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারি এবং তার ছোটছেলে মৃত সায়েম তপদার ছিলেন স্থানীয় শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কদ্দিপাঁচগাঁও গ্রামে বুধবার দুপুরে বাড়ির কাছে রেললাইনের পাশের বিলে পাট জাগ দিতে যান। পার্শ্ববর্তী আকতার তপদারের দোকানে নেয়া বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল পানিতে। একপর্যায়ে সেই ছেড়া তারে জড়িয়ে স্পৃষ্ট হয়ে আব্দুর রব তপদার কাতরাতে থাকেন। খবর পেয়ে বাবাকে উদ্ধার করতে আব্দুর রব তপদারের ছেলে সায়েম আসেন । একপর্যায়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে, আব্দুর রব তপদার ও তার ছেলে সায়েম তপদারকে বিল থেকে উদ্ধার করে স্থানীয়রা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া।
Leave a comment