বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছেন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করে।
আইএসপিআর জানায়, অভিযানে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিনটি সাব মেশিনগান (এসএমজি), একটি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ । এছাড়া রুমার ওই এলাকায় অভিযান চলমান আছে।
কেএনএ মুলত পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সামরিক শাখা। তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবানে তাদের তাৎপরতা সবচেয়ে বেশি। এই সংগঠনের অধিকাংশ সদস্যই কুকি জনগোষ্ঠীর অন্যতম বম সম্প্রদায়ের মানুষ।
Leave a comment