বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে মোত্তাসিন বিল্লা নামে সাত বছরের এক শিশুর।
শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া মন্ডলপাড়া গ্রামে রোববার (২৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। শিশু মোত্তাসিন বিল্লা একই এলাকার মো. শাহজাহান আলীর ছেলে।
জানা যায়, দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে মোত্তাসিন স্থানীয় নজরুল ইসলামের পুকুরে গোসল করছিল। গোসল শেষে অন্য শিশুরা বাড়ি ফিরলেও মোত্তাসিন ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
পরে স্থানীয়দের সহায়তায় পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন ।
শফিকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শাজাহানপুর থানায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়।
Leave a comment