সাভারে বাসা থেকে ডেকে নিয়ে রুহুল আমিন নামে এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে অপর বন্ধুর বিরুদ্ধে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ জুন) রাতে মারা যান তিনি।
এর আগে, পৌর এলাকার কামাল গার্মেন্টস রোডে শুক্রবার (২৭ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন সাভার পৌরসভার আড়াপাড়া বিনোদবাইদ এলাকার টুকুর মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে শামীম ওই যুবককে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে কামাল রোড এলাকায় বাগবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রুহুলের মাথায় ও শরীরে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাসিম বিল্লাহ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Leave a comment