সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।
সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর নামক স্থানে বুধবার বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. আনোয়ার হোসেন (৪৫) এসিআই কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি বরিশালে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুরের করিছেরপুল নামক স্থানে একটি ট্রাক আনোয়ার হোসেনকে বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
ওসি হাবিবুর রহমান জানান,পুলিশের একটি টিম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেনের সুরতহাল প্রতিবেদন করে হাসপাতালে পাঠায়। হেফাজতে রয়েছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। এই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
Leave a comment