Home আন্তর্জাতিক মারা গেছেন হার্টথ্রব গায়ক ও অভিনেতা ববি শারম্যান
আন্তর্জাতিকগানচলচ্চিত্রবিনোদন

মারা গেছেন হার্টথ্রব গায়ক ও অভিনেতা ববি শারম্যান

Share
Share

মারা গেছেন বিখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান। মঙ্গলবার (২৪ জুন) ৮১ বছর বয়সে তিনি মারা যান। তার স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

ব্রিজিট লেখেন, ‘ আজ আমার জীবনের রাজা, আমার স্বামী ববি শারম্যান আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের ভালোবাসার ২৯ বছরের সংসারকে সম্মান জানিয়ে তিনি বিদায় নিয়েছেন। এই কঠিন সময়েও আমার পাশে ছিলেন তিনি, যেমনটা তিনি সবসময় ছিলেন। সাহসী, কোমল আর আলোয় ভরা মানুষ ছিলেন তিনি।’

তিন মাস আগেই জানা গিয়েছিল, ববি শারম্যান স্টেজ ৪ ক্যানসারে আক্রান্ত। সেই সময় থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। শেষদিকে কিডনি থেকে ক্যানসার তার শরীরজুড়ে ছড়িয়ে পড়ে।

শেষ সময়গুলোতে স্ত্রী তাকে ভক্তদের লেখা চিঠি পড়ে শোনাতেন। ব্রিজিট জানান, ‘সারা পৃথিবীর ভক্তদের ভালোবাসা ও কৃতজ্ঞতা ছুঁয়ে গিয়েছিল তাকে।

আবারও সেই চেনা চোখের ঝিলিক দেখা গিয়েছিল তার মধ্যে। মৃত্যুর কাছাকাছি এসেও হাস্যরস হারাননি তিনি।’

শুধু গায়ক ও অভিনেতা হিসেবেই নয়, পরবর্তী জীবনে ববি শারম্যান হয়ে ওঠেন এক নিঃস্বার্থ সেবক। গ্ল্যামার জগত ছেড়ে তিনি হয়ে ওঠেন একজন ইএমটি (ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান) এবং এলএপিডির (লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট) প্রশিক্ষক। তিনি বহু মানুষের জীবন রক্ষা করেছেন।

তার বন্ধু ও সহ-অভিনেতা জন স্টামোস এই খবরে শোক প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘এক প্রাক্তন টিন আইডল থেকে অনন্তলোকের উদ্দেশ্যে- চিরশান্তিতে ঘুমাও ববি শারম্যান।’

ববি ১৯৬৮ সালে ‘হিয়ার কাম দ্য ব্রাইডস’ টিভি সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান । এরপর গানের জগতে প্রবেশ করে একের পর এক হিট গান উপহার দেন। ‘লিটল ওমেন’, ‘লা লা লা ইফ আই হ্যাড ইউ’, ‘ইজি কাম ইজি গো’ এবং ‘জুলি, ডু ইউ লাভ মি’ গানগুলো বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নেয়। তার তিনটি অ্যালবামও গোল্ড ডিস্ক অর্জন করে।

নব্বইয়ের দশকে ডিক ক্লার্কের একটি অনুষ্ঠানে ববি বলেছিলেন, ‘এখনো আমি শোবিজে আছি, তবে এখন আমার মনোযোগ অন্য জায়গায়। আমি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি। পুলিশ অফিসারদের ফার্স্ট এইড আর সিপিআর শেখাই।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাইবান্ধার আলোচিত শহিদুল হত্যাকাণ্ডে আটক ২

গাইবান্ধার সুন্দরগঞ্জের আলোচিত অটোরিকশা চালক শহিদুল হত্যাকাণ্ডের রহস্য পুলিশ উদঘাটন করেছে। সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজনকে। গাইবান্ধা পুলিশ সুপার...

রিকশাচালক দুলালের জীবনচাকা নীরবেই থেমে গেল!

রিকশাচালক মোহাম্মদ দুলাল সরকারের বয়স পঁয়ষট্টির ওপরে। বয়সের ভারে ভেঙে পড়েছে জীর্ণশীর্ণ শরীর। তবু তিনি পেটের দায়ে রিকশা চালিয়ে নিজের ও পরিবারের সদস্যদের...

Related Articles

তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩ জুলাই)...

৪৮ ঘণ্টায় নিহত হয়েছে ৩ শতাধিক ফিলিস্তিনি

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ৪৮ ঘণ্টায়...

করাচিতে পাঁচ তলা ভবন ধসে নিহত হয়েছে ৫ জন

পাকিস্তানের করাচিতে একটি পাঁচ তলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত...

হিমাচলে টানা বৃষ্টির সঙ্গে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৬৯ জন নিহত হয়েছে

বড় দুর্যোগের কবলে পড়েছে ভারতের হিমাচল প্রদেশ। রাজ্যটিতে টানা ভারী বর্ষণ, আকস্মিক...