সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে । রোববার ডুওয়েইলা এলাকার মার এলিয়াস গির্জায় এ ঘটনায় আরও ৫২ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এক ব্যক্তি প্রার্থনা চলাকালে গির্জায় প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় এবং পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায়।
কর্তৃপক্ষ বলছে, ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন হামলাকারী। যদিও এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি আইএস।
গির্জার ভেতরের কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে সিরিয়ান সিভিল ডিফেন্স। সেগুলোতে দেখা যায়, বিস্ফোরণে বিধ্বস্ত গির্জার বেদী, বেঞ্চগুলো ভাঙা কাঁচে ঢেকে আছে, মেঝে রক্তাক্ত।
গির্জার বাইরের এক ব্যক্তি বলেন, একজন লোক অস্ত্র হাতে ঢুকে গুলি ছুড়তে থাকে। তাকে থামানোর চেষ্টা করা হলে নিজেকে উড়িয়ে দেয় সে। পাশের একটি দোকানের কর্মী বলেন, গির্জায় আগুন দেখতে পেলাম আমরা , কাঠের বেঞ্চের টুকরো ছিটকে এসে পড়ল গির্জার দরজার কাছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনী গির্জার চারপাশের এলাকা ঘিরে রেখেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিবিসি লিখেছে, গত ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দামেস্কে এটাই প্রথম আত্মঘাতী হামলা।
Leave a comment