শেরপুরে নিখোঁজের ১২ ঘন্টা পর উদ্ধার হয়েছে এক যুবকের লাশ। শনিবার বিকেল ৫টায় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা বেপারীপাড়া নদীর পাড় থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
নিহত যুবকের নাম মো. আক্তার হোসেন (৩০)। সেই হাতি আগলা গ্রামের মো. তোফায়েল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ব্যাক্তিগত কাজের কথা বলে আক্তার হোসেন বাড়ি থেকে বের হয়। এদিকে গভীর রাতেও সে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে । পরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা বেপারীপাড়া নদীর পাড়ে একটি লাশ দেখে, স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুবায়দুল আলম এই বিষয়ে বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে সদর হাসপাতালের মর্গে । এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
                                                                        
                                                                        
                            
                            
                                
			            
			            
 
			        
 
			        
 
			        
 
			        
				            
				            
				            
Leave a comment