Home আন্তর্জাতিক প্রতিভাকে মূল্য না দিয়ে ব্যর্থ নেতানিয়াহু, ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ইরানের তরুণ কবি !
আন্তর্জাতিক

প্রতিভাকে মূল্য না দিয়ে ব্যর্থ নেতানিয়াহু, ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ইরানের তরুণ কবি !

Share
Share

তৈমুর লঙ ত্রয়োদশ শতকে যখন ইরান দখল করেন, তখন তিনি সম্পদের চেয়ে এক কবির প্রতিভাকে বেশি মূল্য দিয়েছেন। মহাকবি হাফিজের কবিতায় মুগ্ধ হয়ে পুরস্কৃত করেছিলেন তাকে। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও ইরানের প্রাণ হল কবিতা। কিন্তু ২০২৫ সালে ইসরায়েলের বোমার আঘাতে সেই ইরানেই ঝরে গেল এক তরুণ কবির জীবন। হাসিখুশি, প্রাণবন্ত, স্বপ্ন দেখা এক মেয়ে, নাম তার পারনিয়া আব্বাসি। বয়স মাত্র ২৩।

পারনিয়া কবিতা লিখতেন, ভালোবাসতেন গান শুনতে, নতুন খাবার চেখে দেখতে এবং বিশ্ব ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখতেন। শিখছিলেন ইতালিয়ান ভাষা, আর চেয়েছিলেন একদিন কোল্ডপ্লে ব্যান্ডের কনসার্টে হাজির হতে। তিনি ইরানের সবচেয়ে উঁচু পাহাড় ডামাভান্দ জয় করেছিলেন । জীবনের এক বড় অর্জন হিসেবে দেখতেন সেটাকে। কারও সঙ্গে আলাপ হলে প্রথমেই বলতেন, “আমি ডামাভান্দে উঠেছি!”

তার বন্ধুরা বলেন, পারনিয়া শুধু কবি ছিলেন না— বন্ধুদের শক্তি ছিলেন তিনি। কেউ মন খারাপ করলে পাশে দাঁড়াতেন, ছোট উপহার দিয়ে খুশি করতেন, আর সবসময় হাসাতেন। হঠাৎ করে এক পা দু’পা করে নাচ শুরু করতেন, চারপাশে হাসির ঝড় তুলতেন।

গত শুক্রবার ভোরে তেহরানের সাত্তারখান এলাকায় পারনিয়া নিজের ফ্ল্যাটে পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন । ইসরায়েলি ড্রোন হামলা সেই বাড়িকে ধুলোয় মিশিয়ে দেয়। বেঁচে ফিরেননি কেউই।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, শহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের একজন পরমাণু বিশেষজ্ঞকে লক্ষ্য করেই হামলা চালিয়েছিল তারা ।

তাহলে পারনিয়ার মতো সাধারণ মানুষ কেন মরলেন?

হামলার পর কেউ কেউ বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন পারনিয়া বা কোনো ক্ষমতাধর ব্যক্তির আত্মীয় ছিলেন তিনি। আবার কেউ মিথ্যা রটায় যে, কাসেম সোলাইমানিকে নিয়ে কবিতা লিখেছিলেন তিনি। কিন্তু তার বন্ধুরা ও ফ্যাক্টচেকিং সাইট ‘ফ্যাক্টনামেহ’ স্পষ্ট করে জানিয়েছে — এসব মিথ্যা।

এক সাধারণ কবি ছিলেন পারনিয়া। যুদ্ধ-রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তার। তিনি শুধু জীবনকে ভালোবাসতেন, দেখতে চাইতেন মানুষের মুখের হাসি।

মাত্র কয়েকদিন পর ছিল তার ২৪তম জন্মদিন। হয়তো বন্ধুদের নিয়ে গান-বাজনা আর কবিতায় ভরা একটি ছোট আয়োজন করতেন। কিন্তু সেই আনন্দের জায়গায় কান্না, ধ্বংস আর শূন্যতা এসে ভিড় করেছে।

এক কবিকে রক্ষা করে ইতিহাসে একজন সংস্কৃতিপ্রেমী বিজয়ী হিসেবে নিজের জায়গা করে নিয়েছিলেন তৈমুর লঙ । অন্যদিকে এক তরুণ কবির প্রাণ কেড়ে ঠিক উল্টো পথে হেঁটেছেন নেতানিয়াহু । পারনিয়ার নিঃশব্দ মৃত্যু আরও একবার মনে করিয়ে দেয়— যুদ্ধ শুধু ধ্বংসই করতে জানে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চকের মধ্যে মাথাবিহীন মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি চকের মধ্যে মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (সকাল ৭টা) উপজেলার...

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী’কে হত্যার পর ঘরে মরদেহ রেখে তালা দিয়ে পালালেন স্বামী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্ত্রীকে হত্যার পর মরদেহ ঘরের ভেতর রেখে দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (১৫...

Related Articles

শান্তিরক্ষী বাবার মরদেহের অপেক্ষায় ৩ বছরের ইরফান

সুদানের আবেই শহরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহিদ হওয়া বাংলাদেশ...

সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর রাষ্ট্রীয় জানাজা সম্পন্ন

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ ছয়...

সিলেটে তরুণদের বিদেশমুখিতা বাড়ছে, কারণ ….

সিলেটকে বলা হয় ‘দ্বিতীয় লন্ডন’। যুক্তরাজ্যে সিলেটি প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতির কারণে এই...

রাশিয়ার রোস্তভে ইউক্রেনীয় ড্রোন হামলা: নিহত ৩

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে রাতভর চালানো ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত...