সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে নিহত হয়েছেন মা ও ছেলে। এ ছাড়া বরযাত্রীর গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন টমটম গাড়ির চালক।
দক্ষিণ সুরমা ও জকিগঞ্জে বুধবার (১৮ জুন) দুপুরের দিকে পৃথক দুর্ঘটনাটি ঘটে। নিহত ঝর্না বেগম দক্ষিণ সুরমা থানার সিলাম আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। তার ছেলের নাম জানা যায়নি। মোগলাবাজার থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা গেছে, আকিলপুর থেকে প্রাইভেটকার করে মোরাদপুর যাওয়ার পথে প্রাইভেটকার খাদে পড়ে মৃত্যু হয়েছে ঝর্না বেগমের। স্থানীয়রা তার ছেলেকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার ছেলের। প্রাইভেটকারে থাকা তার স্বামী এবং সন্তানরা গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া দুপুরের দিকে জকিগঞ্জের অফিস বাজার এলাকায় বরযাত্রীর গাড়ির সঙ্গে টমটমের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন টমটম চালক। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তার মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মোগলাবাজার থানার এসআই মোহাম্মাদ আলিফ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছি ঝর্না বেগমের মরদেহ। পরে আহত অবস্থায় তার পরিবারের সদস্যদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ছেলের।
Leave a comment