ইরানে ইসরায়েলের সংঘাতে ট্রাম্প প্রশাসন যখন আরও গভীরভাবে জড়ানোর কথা বিবেচনা করছে, ঠিক তখন হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন।
তারা ইরানে ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদ করছেন, সেই সঙ্গে ইসরায়েলকে দেওয়া বিপুল পরিমাণ সামরিক অর্থায়নের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে ভূমিকা পালন করেছে তারও বিরোধিতা করছেন । বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন, যেন তিনি সরাসরি এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সামরিক অংশগ্রহণে না নিয়ে যান।
মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। বিক্ষোভকারীরা চান, এসব রণতরী যেন শুধু প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, আক্রমণাত্মক উদ্দেশ্যে নয়।
সূত্র: আল-জাজিরা
Leave a comment