Home Uncategorized চাঁদপুরে বাসচাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী
Uncategorized

চাঁদপুরে বাসচাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী

Share
Share

চাঁদপুরের মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কে জৈনপুর পরিবহনের বাসচাপায় নিহত হয়েছেন মো. মুরাদ হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী। ওই সড়কের বড়দিয়া আড়ং বাজার এলাকায় শনিবার (১৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধুপুর গ্রামের শাহজাহানের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর বাসচালক পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে , দুপুরে বাবুরহাট থেকে ঢাকাগামী জৈনপুর পরিবহন নামক যাত্রীবাহী বাসটি রওনা হলে বড়দিয়া সরকার বাড়ির কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে গুরতর আহত হন মোটরসাইকেল আরোহী মুরাদ হোসেন। স্থানীয় লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে তাকে। অ্যাম্বুলেন্সে করে ঢাকা যাওয়ার পথে অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিহত মুরাদ হোসেনের স্ত্রী ও দুই ছেলেসহ স্বজনরা । তাদের আহাজারিতে ভারী হয়ে উঠে হাসপাতালের বাতাস।

নিহত মুরাদ হোসেনের স্ত্রী ইফরিন সুলতানা জানান, ঢাকা হাইকোর্টের অ্যাটর্নি জেনারেলের অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন তার স্বামী। ঢাকায় পরিবার-পরিজনকে নিয়ে একটি বাসায় থাকতেন। পবিত্র ঈদুল আজহার আগে সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। ঈদের পরদিন ঢাকায় চলে যান তিনি। পরিবারকে নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। তাই মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

মতলব দক্ষিণ থানার ওসি মো. সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে পাঠানো হয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। পরে পথিমধ্যে মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বাসটি। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. সেলিম বসাক (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে...

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজারে পৌঁছাল

ইসরায়েলের চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬২ হাজারে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন, যাদের মধ্যে...

Related Articles

পাবনার ভাঙ্গুরায় সড়কের পাশে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পাবনার ভাঙ্গুরায় সড়কের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।...

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নি’হত ৫

চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে...

গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য সব ধরনের অস্থায়ী ভিসা কার্যক্রম স্থগিত করেছে...

আটক সেই রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির...